কুপার্সে প্রতি বুথে ভিডিও

১২ওয়ার্ডের কুপার্সে অকটি ওয়ার্ডে ইতিমদঅয়েই বিরোধীরা কোনও প্রার্থী না দেওয়ায় তৃণমূল প্রার্থী নির্বাচিত হয়ে গিয়েছেন। রবিবারের নির্বাচন বাকি এগারোটিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানাঘাট শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৭ ০২:১৫
Share:

তেমন উত্তাপ নেই। বড় ধরনের কোনও গোলমালের আশঙ্কাও নেই। তবে, কুপার্স ক্যাম্প নোটিফায়েডের নির্বাচনে প্রতিটি বুথে ভিডিও ক্যামেরার ব্যবস্থা রাখছে প্রশাসন। রবিবার রাজ্যের অন্য সাতটি পুরসভার সঙ্গে কুপার্সের নির্বাচনেও কোনও ফাঁক রাখতে চাইছে না রাজ্য নির্বাচন কমিশন।

Advertisement

১২ওয়ার্ডের কুপার্সে অকটি ওয়ার্ডে ইতিমদঅয়েই বিরোধীরা কোনও প্রার্থী না দেওয়ায় তৃণমূল প্রার্থী নির্বাচিত হয়ে গিয়েছেন। রবিবারের নির্বাচন বাকি এগারোটিতে।

প্রার্থীর সংখ্যা ৩২, এর মধ্যে তৃণমূল এবং বিজেপি-র এগারোজন করে প্রার্থী রয়েছেন। সিপিএমের সাত এবং তিন জন নির্দল প্রার্থীর মধ্যেই নির্বাচনের লড়াই। বুথ সংখ্যা ১৯টি। প্রতি বুথে ৫ জন করে ভোটকর্মী এবং ৫ জন করে পুলিশ কর্মী থাকবেন। একটি ভোট গ্রহন কেন্দ্রে একের বেশি বুথ হলে অতিরিক্ত এক জন করে লাঠিধারি পুলিশ থাকবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement

এক নজরে ভোট


ওয়ার্ড: ১২


মোট প্রার্থী: ৩২


বুথ: ১৯


মোট ভোটার: ১৩৫৬৬ জন


পুরুষ ভোটার: ৬৭৭৫ জন


মহিলা ভোটার: ৬৭৯১ জন


অবজার্ভার: সাগর সিংহ,

মোবাইল-৮৬১৭৬০৫৩৪৩

কুপার্সে মোট ভোটার ১৩ হাজার ৫৬৬ জন। সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। শনিবার রানাঘাট মহকুমা শাসকের কার্যালয় থেকে ভোট কর্মীরা বুথে পৌঁছে গিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন