Jangipur

নাম না করে প্রণবের সমালোচনা তৃণমূলের

এদিন যুব তৃণমূলের সভায় স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, “তিন-চারশো কর্মী নিয়ে সভা করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জঙ্গিপুর শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ০৯:১৭
Share:

তৃণমূলের সভা। নিজস্ব চিত্র

তৃণমূলের সভা থেকে সিপিএমের জঙ্গিপুরের হার্মাদদের সতর্ক করে দিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি তথা সাংসদ প্রণব মুখোপাধ্যায়ের নাম না করে জঙ্গিপুর ও মুর্শিদাবাদের অনুন্নোয়নের জন্য ‘তাঁর ব্যর্থতা’কেই দায়ী করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য।

Advertisement

মঙ্গলবার সিপিএমের পাল্টা সভা করল তৃণমূল জঙ্গিপুরের লক্ষ্মীজোলায়। এই পাল্টা সভায় অবশ্য লোক জমায়েতে অনেকটাই এগিয়ে রইল যুব তৃণমূল। এখানেই সিপিএমের সভাকে “৩০০ লোকের সভা” বলে তৃণমূল এদিন কটাক্ষ ছুড়লেও সিপিএমের রাজ্য কমিটির সদস্য সোমনাথ সিংহরায় বলেন, “যে দলকে এখনও তৃণমূল দূরবীণ ছাড়া দেখতে পায় না, ৩০০ লোকের জমায়েত বলে তৃণমূলের মনে হয় তাকে এত ভয় কেন যে পাল্টা সভা করতে হবে তৃণমূলকে সেইখানেই? আসলে তৃণমূল আতঙ্কে ভুগছে।’’

এদিন যুব তৃণমূলের সভায় স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, “তিন-চারশো কর্মী নিয়ে সভা করে। বিধানসভায় তারা শূন্য, আমার এলাকায় একটা পঞ্চায়েতেও যারা জিততে পারেনি, রাজ্যে কোথাও যাদের একটা পঞ্চায়েত নেই সেই সিপিএমের হার্মাদরা জঙ্গিপুরে তৃণমূলের দখল করা দেওয়ালে গিয়ে লিখছেন ‘সাইট ফর সিপিএম’। সিপিএমের যে হার্মাদ নেতা এখানে নেতৃত্ব দিচ্ছেন সেই কমরেড আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছেন। সেই কমরেডকে আমি সতর্ক করে দিলাম, দলের কর্মীদের হাতে আমি লাগাম দিয়ে রেখেছি। না হলে কি হবে ভাবতেও পারবেন না।’’

Advertisement

এদিন দেবাংশু বলেন, “মুর্শিদাবাদের মানুষ বহু দিন কংগ্রেসকে সমর্থন করেছে। বহু দিন সিপিএমকে ভোট দিয়েছেন। কিন্তু তারা কিছুই পাননি। এক সময় তো জঙ্গিপুর থেকে অনেক বড় মাপের মানুষ নির্বাচিত হয়েছিলেন। যিনি ভারতবর্ষের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতেন। কিন্তু দুঃখের বিষয় যতটা উন্নয়ন হওয়ার কথা ছিল জঙ্গিপুর বা মুর্শিদাবাদে, ততটা উন্নয়ন হয়নি। করেছিল তৃণমূল। কংগ্রেস চুপ করে বসেছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন