হামলায় খুন তৃণমূল নেতার শিক্ষক পুত্র

কমিটির সভাপতি সাদেকুল আলমের অভিযোগ, “বছর দুই আগেও দাদাকে গুলি করে খুনের চেষ্টা করে পল্টুর লোকজন। ক’দিন থেকেই ফের হুমকি দেওয়া শুরু হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাগরদিঘি শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৭ ০২:৫১
Share:

প্রতীকী ছবি।

রাস্তায় ধরে কুপিয়ে খুন করা হল সাগরদিঘির এক তৃণমূল নেতার ছেলেকে। নাম জুয়েল শেখ (২২)। নলহাটি কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্র ছিল সে। তাঁর বাবা নুরুল হোদা এবং খুড়তুতো ভাই রেগন শেখ গুরুতর আহত। নুরুলকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। রেগন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি।

Advertisement

শুক্রবার রাতে পাউলি গ্রামে এই হামলায় পুলিশ দু’জনকে আটক করেছে। হাসপাতালে শুয়ে রেগন জানান, রোজের মতোই বাজারে আড্ডা মেরে সন্ধ্যে সাড়ে ৭টা নাগাদ তিন জন মসজিদতলার রাস্তা দিয়ে ফিরছিলেন। হঠাৎ জনা বিশেক লোক লোহার রড, ছুরি, হাঁসুয়া, পিস্তল নিয়ে ঘিরে ধরে তিনজনকেই এলোপাথাড়ি মারতে থাকে। কোনও পালিয়ে শ’তিনেক মিটার দূরে বাড়ি পৌঁছে হামলার খবর দেন রেগন। বাড়ির লোক ছুটে ঘটনাস্থলে ছুটে এলে শুরু হয় বোমা ছুড়তে-ছুড়তে হামলাকারীরা পালায়।

স্থানীয় সূত্রের খবর, পাউলি গ্রামে দীর্ঘদিন থেকেই পল্টু শেখ ও নুরুল হোদার গোষ্ঠীর বিবাদ ছিল। দু’জনেই অবস্থাপন্ন চাষি। নুরুলের ছোট ভাই, তৃণমূলের বুথ কমিটির সভাপতি সাদেকুল আলমের অভিযোগ, “বছর দুই আগেও দাদাকে গুলি করে খুনের চেষ্টা করে পল্টুর লোকজন। ক’দিন থেকেই ফের হুমকি দেওয়া শুরু হয়েছিল।” তৃণমূলের সাগরদিঘি ব্লক সভাপতি নুরজামাল শেখ অবশ্য দাবি করেন, “এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” স্থানীয় সূত্রের খবর, পাউলি গ্রামে দীর্ঘদিন থেকেই পল্টু শেখ ও নুরুল হোদার গোষ্ঠীর বিবাদ ছিল। দু’জনেই অবস্থাপন্ন চাষি। নুরুলের ছোট ভাই, তৃণমূলের বুথ কমিটির সভাপতি সাদেকুল আলমের অভিযোগ, “বছর দুই আগেও দাদাকে গুলি করে খুনের চেষ্টা করে পল্টুর লোকজন। ক’দিন থেকেই ফের হুমকি দেওয়া শুরু হয়েছিল।” তৃণমূলের সাগরদিঘি ব্লক সভাপতি নুরজামাল শেখ অবশ্য দাবি করেন, “এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” স্থানীয় সূত্রের খবর, পাউলি গ্রামে দীর্ঘদিন থেকেই পল্টু শেখ ও নুরুল হোদার গোষ্ঠীর বিবাদ ছিল। দু’জনেই অবস্থাপন্ন চাষি।

Advertisement

কমিটির সভাপতি সাদেকুল আলমের অভিযোগ, “বছর দুই আগেও দাদাকে গুলি করে খুনের চেষ্টা করে পল্টুর লোকজন। ক’দিন থেকেই ফের হুমকি দেওয়া শুরু হয়েছিল।” তৃণমূলের সাগরদিঘি ব্লক সভাপতি নুরজামাল শেখ অবশ্য দাবি করেন, “এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” স্থানীয় সূত্রের খবর, পাউলি গ্রামে দীর্ঘদিন থেকেই পল্টু শেখ ও নুরুল হোদার গোষ্ঠীর বিবাদ ছিল। দু’জনেই অবস্থাপন্ন চাষি

কমিটির সভাপতি সাদেকুল আলমের অভিযোগ, “বছর দুই আগেও দাদাকে গুলি করে খুনের চেষ্টা করে পল্টুর লোকজন। ক’দিন থেকেই ফের হুমকি দেওয়া শুরু হয়েছিল।” তৃণমূলের সাগরদিঘি ব্লক সভাপতি নুরজামাল শেখ অবশ্য দাবি করেন, “এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” স্থানীয় সূত্রের খবর, পাউলি গ্রামে দীর্ঘদিন থেকেই। অবশ্য দাবি করেন, “এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” স্থানীয় সূত্রের খবর, পাউলি গ্রামে দীর্ঘদিন থেকে। অবশ্য দাবি করেন, “এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” অবশ্য দাবি করেন, “এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” স্থানীয় সূত্রের খবর, পাউলি গ্রামে দীর্ঘদিন থেকে। অবশ্য দাবি করেন, “এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” অবশ্য দাবি করেন, “এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” স্থানীয় সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন