SIR Hearing Row

ঘরে নববধূ, বাইরে ভোজের আয়োজন, সব ফেলে শুনানির লাইনে তৃণমূল নেতার পুত্র, নেপথ্যে চক্রান্ত দেখছে শাসকদল

কনেপক্ষ সময়মতো পৌঁছে গিয়েছিল বরের বাড়িতে। কিন্তু বরকে দেখতে পাননি কেউ। বিকেলে বিমর্ষ বর বললেন, ‘‘প্রীতিভোজের আয়োজন পিছিয়ে দিতে হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ২১:০০
Share:

(বাঁ দিকে) শুনানির লাইনে সদ্য বিবাহিত যুবক। প্রীতিভোজের আসরে আমন্ত্রিত অতিথিরা (ডান দিকে)। —নিজস্ব ছবি।

আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবে গমগম করছে গোটা বাড়ি। ঘরে এসেছেন নববধূ। শনিবার দুপুরে ছিল প্রীতিভোজের অনুষ্ঠান। কিন্তু ভোজের তদারকি কিংবা কনের পাশে বসা, কোনওটিই করে উঠতে পারলেন না বর। এসআইআরের শুনানিতে হাজিরা দিতে তাঁকে ছুটতে হল বিডিও অফিস। তাই পিছিয়ে গেল প্রীতিভোজের অনুষ্ঠানও। এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে নদিয়ার তেহট্টে।

Advertisement

তেহট্টের যুবক আব্দুল রসিদ মণ্ডলের বিয়ে হয়েছে শুক্রবার। পাত্রী চাপড়ার শোনপুকুরের বাসিন্দা। শনিবার দুপুরে প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল। কিন্তু সে সব ছেড়ে আব্দুল নথি নিয়ে সকাল থেকে দাঁড়িয়ে ছিলেন তেহট্ট-১ ব্লক অফিসের শুনানির লাইনে। তেহট্ট-১ ব্লকের পাথরঘাটা-১ পঞ্চায়েতের গোবিন্দপুরের বাসিন্দা ওই যুবকের বাবা মোনাজাত মণ্ডল এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা। প্রাক্তন পঞ্চায়েত প্রধান এবং বর্তমানে জেলা শ্রমিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। আব্দুল নিজেও সক্রিয় রাজনৈতিক কর্মী। প্রশাসন সূত্রে খবর, ভোটার তালিকায় তাঁর নথিতে ‘তথ্যগত অসঙ্গতি’ মেলায় শুনানির নোটিস পাঠানো হয়েছে। শনিবার কনেপক্ষ সময়মতো পৌঁছে গিয়েছিল গোবিন্দপুরে বরের বাড়িতে। কিন্তু বরকে দেখতে পাননি কেউ। বিকেলে বিমর্ষ আব্দুল বলেন, ‘‘প্রীতিভোজের আয়োজন পিছিয়ে দিতে হয়েছে। আত্মীয়দের বুঝিয়ে আপাতত রাতে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। সব ফেলে রেখে আগে ভোটার হিসাবে প্রমাণ দিতে এলাম।”

তৃণমূল নেতার পুত্রের বিড়ম্বনার নেপথ্যে রাজনীতি রয়েছে বলে দাবি শাসক শিবিরের। তেহট্ট-১ ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি সাবির হোসেন মণ্ডলের মন্তব্য, “পুরোটাই চক্রান্ত। বিজেপি আর নির্বাচন কমিশন মিলে সাধারণ মানুষকে হয়রান করছে। কোনও উৎসবের দিনেও মানুষ রেহাই পাচ্ছে না।” বিজেপি জানিয়েছে, স্বচ্ছ ভোটার তালিকা তৈরির স্বার্থেই এই পদক্ষেপ। এতে তাদের কোনও উদ্দেশ্য নেই, করণীয় কিছুও নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement