বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের তালাইয়ের মোড়ে। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন রঘুনাথগঞ্জের বাসিন্দা সৌমপ্রতিম ঘোষ (২৭) এবং ম্যাকেঞ্জি কলোনির বাসিন্দা হারান হালদার (২৭)।
পুলিশ সূত্রে খবর, ওই রাতে তাঁরা একটি বাইকে তীব্র গতিতে বাড়ি ফিরছিলেন। ৩৪ নম্বর জাতীয় সড়কে তালাইয়ে মোড়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে তাঁদের বাইকটি। গুরুতর জখম অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় ছিলেন ওই দু’জন।