খো-খোয় জিতল চাকদহের মেয়েরা

জেলা সাব জুনিয়র খো খো অনূর্ধ্ব ১৪ প্রতিযোগিতায় বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হল চাকদহ নিউ বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। তারা আড়ংঘাটা ক্রীড়া শিক্ষা পরিষদকে পরাজিত করে। বালক বিভাগে রানাঘাট মিউনিসিপ্যালিটি স্পোর্টস অ্যাকাডেমি ১৮-১৬ পয়েন্টে চাকদহ নিউ বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ধানতলা শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৫
Share:

জেলা সাব জুনিয়র খো খো অনূর্ধ্ব ১৪ প্রতিযোগিতায় বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হল চাকদহ নিউ বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। তারা আড়ংঘাটা ক্রীড়া শিক্ষা পরিষদকে পরাজিত করে। বালক বিভাগে রানাঘাট মিউনিসিপ্যালিটি স্পোর্টস অ্যাকাডেমি ১৮-১৬ পয়েন্টে চাকদহ নিউ বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

Advertisement

এদিনের খেলায় বালক বিভাগে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান, রানাঘাট মিউনিসিপ্যালিটি স্পোর্টস অ্যাকাডেমির সন্তু সাহালি এবং বালিকা বিভাগে সেরা খেলোয়াড় বিবেচিত হন চাকদহ নিউ বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মেঘা রায়।

মঙ্গলবার বিকেলে ধানতলা থানার আড়ংঘাটা ফুটবল ময়দানে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। গত শনিবার নদিয়া জেলা খো খো সংস্থা আয়োজিত এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। জেলার বিভিন্ন প্রান্তের মহিলা বিভাগে পাঁচটি এবং পুরুষ বিভাগে ছ’টি দল অংশ নিয়েছিল।

Advertisement

জেলা খো খো সংস্থার সাধারণ সম্পাদক বিজন দাস বলেন, “এই প্রতিযোগিতা থেকে জেলার অনুর্দ্ধ ১৪ দল গঠন করা হবে। আগামী নভেম্বরে হলদিয়ায় রাজ্য খো খো প্রতিযোগিতা হবে। এই দল রাজ্য খো খো প্রতিযোগিতায় অংশ নেবে।” তিনি জানান, গ্রামের দুঃস্থ পরিবার থেকে ছেলে মেয়েরা এই খেলায় আসে। ভাল খাবার তো দূরের কথা, একটু দূরে অনুশীলন করতে যাওয়ার মতো টাকা নেই। সরকার যদি ব্যবস্থা করে, তা হলে মাঠ খেলোয়াড়ে ভরে যাবে। তিনি বলেন, ‘‘জেলায় ভাল খো খো খেলোয়াড় রয়েছে। তারা রাজ্য স্তরে ভাল জায়গাও করে নিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন