District News

ভাইকে ফোঁটা দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দিদির

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ১৯:৩৯
Share:

ঘটনাস্থলেই মৃত্যু হয় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। নিজস্ব চিত্র

ভাইকে ফোঁটা দেওয়া হল না আজিমগঞ্জ বারদুয়ারীর বাসিন্দা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। ফোঁটা দিতে যাওয়ার পথেই দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার হুকারহাট এলাকায়। জানা গিয়েছে, বৈশাখী এ দিন বাইকে করে ভাইফোঁটা দিতে যাচ্ছিলেন সাগরদিঘিতে। কিন্তু যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটে। বাইকের পিছনে এসে ধা্ক্কা মারে দ্রুত গতির ডাম্পার। মোটর বাইকটিও ভেঙে যায়। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বৈশাখীর।

Advertisement

আরও পড়ুন: বিহারের চার বারের বাম বিধায়ক এখনও থাকেন কাঁচা বাড়িতে

মৃতার আত্মীয় জানিয়েছেন, বেপরোয়া ওই ডাম্পারের ধাক্কাতেই অকালে চলে যেতে হল বৈশাখীকে। ঘটনার পর এলাকার স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ভাইফোঁটার দিনেই এমন ঘটনা ঘটে যাওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Advertisement

আরও পড়ুন: তাদের করোনা টিকা ৯৪ শতাংশের বেশি কার্যকরী, ফাইজারের পর এ বার দাবি মডার্নার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন