Mystery Death in Nadia

মহিলা শ্রমিকের রহস্যমৃত্যু! নদিয়ার ইটভাটায় মিলল দেহ, খুন না আত্মহত্যা? তদন্তে পুলিশ

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রাসমণি কিস্কু। শনিবার নদিয়ার নাকাশিপাড়ার মালুমগাছার ভাটা সংলগ্ন একটি আমগাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়েরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৮:২৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ইটভাটায় মহিলা শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য নদিয়ার নাকাশিপাড়ার মালুমগাছা এলাকায়। সেখানকার একটি ইটভাটার শ্রমিক ছিলেন মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রাসমণি কিস্কু। শনিবার ভাটা সংলগ্ন একটি আমগাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়েরা। খুন না কি আত্মহত্যা, তা এখনও পরিষ্কার নয়। তবে প্রাথমিক তদন্তের পর আত্মহত্যা বলেই মনে করছেন তদন্তকারীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্টের অপেক্ষায় পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, মহিলার বাড়ি বিহারে। মালুমগাছার ওই ইটভাটায় তিনি মাস ছয়েক ধরে কাজ করছিলেন। স্বামী এখানে থাকেন না। তবে দুই সন্তান মায়ের কাছেই থাকত। মায়ের মৃত্যুতে নাবালক দুই সন্তান কান্নায় ভেঙে পড়ে। তাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যোগাযোগের চেষ্টা করা হচ্ছে মৃতার পরিবারের সঙ্গে।

Advertisement

নাকাশিপাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুরে দেহ উদ্ধারের ঘটনা পেয়ে কয়েক জন পুলিশকর্মী ঘটনাস্থলে যান। খবর পেয়ে ইটভাটায় যান মালিকও। মহিলাকে উদ্ধার করে বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাক্রমে হাসপাতাল থেকে দেহ নিয়ে যাওয়া হয় নাকাশিপাড়া থানায়। সেখান থেকে শক্তিনগর মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুলিশ জানিয়েছে, কী কারণে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement