নিজের বাড়িতে খুন হলেন এক মহিলা। রবিবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার তিনপাকুড়িয়া পঞ্চায়েতের বাবুপুর গ্রামে সাবিনা ইয়াসমিন (৪৩) নামে ওই মহিলাকে গলার নলি কেটে খুন করা হয়। সারা শরীরেও ছিল ধারাল অস্ত্রের কোপ। সাবিনার বাড়ির লোককেই সন্দেহ করছে পুলিশ। তালিকার বাইরে নেই সাবিনার স্বামী হারুণ রসিদও।