Women Cricket

Women Cricket: টি২০-তে রাজ্যে সেরা ঘরের মেয়েরা

এ দিন ফাইনালে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নদিয়ার অধিনায়ক মিতা পাল। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২২ ০৭:৫৮
Share:

জয়ের আনন্দে। বুধবার কোচবিহারের স্টেডিয়ামে নদিয়ার টি২০ ক্রিকেট দলের মেয়েরা। নিজস্ব চিত্র।

হ্যাটট্ট্রিক করল ‘উইমেন ইন ইয়েলো’! এই নিয়ে পর পর তিনবার সিএবি পরিচালিত আন্তঃজেলা টি২০ মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন হল নদিয়ার মেয়েরা। বুধবার কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নদিয়ার মেয়েরা ১০ উইকেটে হারিয়ে দেয় হুগলির দলকে। বিগত দু’বছরেও তারাই ছিল রাজ্যসেরা।

Advertisement

বুধবার প্রবল বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ শেষ পর্যন্ত ৬ ওভারে নেমে আসে। নদিয়া দলের ম্যানেজার সুমিত বিশ্বাস জানান, এ দিন টসে জিতে হুগলি ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৬ ওভারে দু’উইকেট হারিয়ে তারা ২২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ৩.৪ ওভারে ২৩ রান তুলে নেয় নদিয়া। নদিয়ার হয়ে একটি করে উইকেট নিয়েছেন অঙ্কিতা বর্মণ এবং মৌলি মণ্ডল। ব্যাট হাতে অধিনায়ক মিতা পাল ১০ রান এবং প্রিয়াঙ্কা বালা ১৪ রান করেন।

গত কয়েক দিন ধরে চলছিল সিএবি পরিচালিত আন্তঃজেলা উইমেন টি২০ ওপেন টুর্নামেন্ট। ঝুলন গোস্বামীর কাছে ক্রিকেটের পাঠ নেওয়া নদিয়ার মেয়েরা প্রাথমিক রাউন্ড থেকেই দুরন্ত ফর্মে ছিলেন। গত ২৭ মার্চ কৃষ্ণনগর জেলা স্টেডিয়ামে প্রথম খেলায় তারা পরাজিত করে মুর্শিদাবাদের দলকে। ম্যাচের সেরা হয়েছিলেন মৌলি। দ্বিতীয় খেলায় নদিয়া ১৩৭ রানে মালদহের দলকে হারায়। ম্যাচের সেরা ইতি সরকার সে দিন ৭২ রানে অপরাজিত ছিলেন। প্রাথমিক রাউন্ডের শেষ খেলায় বীরভূমকে কার্যত উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছয় নদিয়া। এক উইকেটে ২২৯ রানের জবাবে ২০ ওভারে চার উইকেট হারিয়ে ৫৫ রান তোলে বীরভূম। ম্যাচের সেরা খেলোয়াড় প্রিয়াঙ্কা বালা ১০৫ রানে অপরাজিত ছিলেন। সেমিফাইনালে নদিয়া ৮ রানে হাওড়া জেলার দলকে পরাজিত করে।

Advertisement

এ দিন ফাইনালে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নদিয়ার অধিনায়ক মিতা পাল।

নদিয়া জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গৌতম বিশ্বাস বলেন, “বাংলার মহিলা ক্রিকেটে এই মুহূর্তে নদিয়া অন্যতম প্রধান শক্তি। এক ঝাঁক মেয়ে ভাল খেলছে। আমরা জানতাম, ওরা চ্যাম্পিয়ন হয়েই ফিরবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন