বোমা ফেটে মৃত্যু

বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। ইব্রাহিম শেখ (২৪) নামে ওই যুবক সুতির ধরমপুরের বাসিন্দা। ওই ঘটনায় জখম হয়েছেন আরও চারজন। পুলিশের দাবি, হতাহতরা তৃণমূল সমর্থক। বুধবার দুপুরে ধরমপুর লাগোয়া ইসলামপুর গ্রামের পাশে মুন্সিপাড়ার মাঠের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৬ ০০:৪৬
Share:

বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। ইব্রাহিম শেখ (২৪) নামে ওই যুবক সুতির ধরমপুরের বাসিন্দা। ওই ঘটনায় জখম হয়েছেন আরও চারজন। পুলিশের দাবি, হতাহতরা তৃণমূল সমর্থক। বুধবার দুপুরে ধরমপুর লাগোয়া ইসলামপুর গ্রামের পাশে মুন্সিপাড়ার মাঠের ঘটনা। বোমা বিস্ফোরণে জখমদের অবশ্য কোনও হদিস পুলিশ পায়নি। পুলিশের অনুমান, কোনও গোপন জায়গায় রেখে জখমদের চিকিৎসা করানো হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তৃণমূল কর্মীরা ভরদুপুরে মুন্সিপাড়ার মাঠে জড়ো হয়ে বোমা বাঁধছিল। সম্ভবত গরমে বোমাগুলি ফেটে যায়। বিস্ফোরণের শব্দ শুনে এলাকার লোকজন মাঠে ছুটে যান। কিন্তু তার আগেই হতাহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু সুতি থানার পুলিশ এলাকায় তল্লাশি চালিয়ে ইব্রাহিমের দেহ উদ্ধার করে। ওই যুবকের দেহ নিয়ে আসা হয় আহিরণ পুলিশ আউট পোস্টে।

জঙ্গিপুরের মহকুমা পুলিশ আধিকারিক পিনাকি দত্ত জানান, ওই ব্যক্তির ক্ষত-বিক্ষত উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

সুতির বিধায়ক তৃণমূলের ইমানি বিশ্বাসের অভিযোগ করেন, “মৃত ওই তৃণমূল সমর্থককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার কয়েকজন বন্ধু। তারা কংগ্রেস কর্মী। তারাই বোমা মেরে আমাদের সমর্থককে মেরে ফেলেছে।’’

সুতি-২ ব্লক কংগ্রেসের সভাপতি আলফাজুদ্দিন বিশ্বাস জানান, ঘটনাস্থলে কোনও কংগ্রেসকর্মী হাজির ছিলেন না।

মৃতের কাকা রূপচাঁদ শেখ অবশ্য ইমানি বিশ্বাসের উল্টো কথা বলছেন, ‘‘এ দিন সকাল ৯টা নাগাদ ভাইপো বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর দুপুরে বোমা ফেটে মারা যায়। এই ঘটনার সঙ্গে কংগ্রেস-সিপিএমের কোনও যোগ নেই।’’

অস্বাভাবিক মৃত্যু। রেজিনগরের ছেতিয়ানি ঘোষ পাড়ায় অস্বাভাবিক মৃত্যু হল এক বধূর। নাম জরিনা বিবি (২৪)। মঙ্গলবার রাতে বিষ খেয়ে তার মৃত্যু হয়েছে বলেই পুলিশের অনুমান। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘ দিন ধরে ধরে পারিবারিক সমস্যা ছিল। সেই নিয়ে সংসারে অশান্তি ছিল।তার জেরেই এই আত্মহত্যা বলে পুলিশের অনুমান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement