Burwan Murder

মত্ত অবস্থায় জমি নিয়ে বিবাদ, বাবার সামনেই দাদাকে কোপাল ভাই

উপস্থিত ছিলেন পরিবারের অন্য সদস্যেরাও। হঠাৎ করেই তিনি ধারালো অস্ত্র তুলে দাদাকে একের পর এক কোপ মারতে থাকেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ০৩:৪৪
Share:

—প্রতীকী চিত্র।

জমি সংক্রান্ত বিবাদের জেরে বাবার সামনেই ছোট ভাই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দাদাকে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ভাই আসাদ শেখ। বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের বড়ঞা থানার ঘটনা।

Advertisement

পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের বেলগ্রামের বাসিন্দা ফরজ ও আসাদ। জমি নিয়ে পুরনো বিবাদকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ঘর প্রাঙ্গণে বাবা তকি শেখের সামনেই মত্ত অবস্থায় বচসা শুরু হয় দুই ভাইয়ের। উপস্থিত ছিলেন পরিবারের অন্য সদস্যেরাও। হঠাৎ করেই তিনি ধারালো অস্ত্র তুলে দাদাকে একের পর এক কোপ মারতে থাকেন। বাবা বা পরিবারের অন্য সদস্যেরা বাধা দিলেও আসাদকে আটকাতে পারেননি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মৃত্যু হয় ফরজের (৩৫)। পালিয়ে যান আসাদ।

পরিবারের সূত্রে জানা গিয়েছে, একফালি জমিতে দুই ভাইয়ের বাড়ি। ছোট ভাইযের মাটির বাড়ি আর বড় ভাইয়ের বাড়ি কংক্রিটের। ওই সীমানার একটু জমি নিয়েই বেধে ছিল বচসা। তবে নিজের চোখের সামনে এক ছেলে খুন হওয়া সত্ত্বেও অন্য ছেলের বিরুদ্ধে মামলা করতে চান না বাবা। তিনি বলেন, ‘‘দুই ছেলেই মদ খেয়েছিল। আমি বোঝাবার অনেক চেষ্টা করেছিলাম। ঝগড়ার সময় বড় ছেলে আমাকে একটা চড় মেরেছিল। তারপরে ছোট ছেলে বড় জনকে মারে। আমি মামলা করব না। একটা ছেলেকে হারিয়েছি। অন্য ছেলের শাস্তি হলে তার পরিবারকে কে দেখবে? আমি ছেলের শাস্তি চাই না।’’ তবে আসাদের ফাঁসির দাবি জানিয়েছেন মৃতের স্ত্রী। তিনি বলেন, ‘‘ছোট ভাই হয়ে বড় ভাইকে খুন করে দিল। আমি ওর ফাঁসি চাই।’’ ফরজের নাবালক ছেলেও কাকুর ফাঁসির শাস্তি চাইছে। সে জানিয়েছে, চেষ্টা করা সত্বেও বাবাকে বাঁচাতে পারেনি।

Advertisement

বড়ঞা থানার পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পলাতক অভিযুক্তকে খুঁজে পেতে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement