আত্মহত্যার প্ররোচনা

ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল এক যুবক ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগ, লিটন বিশ্বাস নামে ওই যুবক মেয়েটিকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল। তা সহ্য করতে না পেরে আত্মঘাতী হন ওই ছাত্রী।

Advertisement
শেষ আপডেট: ১০ জুলাই ২০১৬ ০০:৩১
Share:

ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল এক যুবক ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগ, লিটন বিশ্বাস নামে ওই যুবক মেয়েটিকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল। তা সহ্য করতে না পেরে আত্মঘাতী হন ওই ছাত্রী। মৃতার নাম আশা বালা (১৯)। বাড়ি কৃষ্ণগঞ্জের তারকনগরে। শুক্রবার দুপুরে ঘরের ভিতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। উচ্চ-মাধ্যমিক পড়ুয়া ওই ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রী একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন। ছাত্রীর পরিবার আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে লিটন ও তার পরিবারের সকলে পলাতক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement