আত্মহত্যায় প্ররোচনার নালিশ, গ্রেফতার যুবক

প্রেমিকাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হল চাকদহের বাসিন্দা রাজদীপ বালা। গত ২১ জানুয়ারি নবদ্বীপ থানার চর-মাজদিয়ার বাসিন্দা শ্রাবন্তী দেবনাথ নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নবদ্বীপ শেষ আপডেট: ০২ মার্চ ২০১৬ ০২:৪৩
Share:

প্রেমিকাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হল চাকদহের বাসিন্দা রাজদীপ বালা। গত ২১ জানুয়ারি নবদ্বীপ থানার চর-মাজদিয়ার বাসিন্দা শ্রাবন্তী দেবনাথ নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। তাঁকে প্রথমে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে কলকাতার নীলরতন সরকার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ছ’দিনের মাথায় ২৬ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। পানশিলা গার্লস স্কুলের ছাত্রী শ্রাবন্তীর এ বার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, চাকদহের তাতলা অঞ্চলের বাসিন্দা রাজদীপের সঙ্গে বছর তিনেক আগে ঘনিষ্ঠতা হয় ওই শ্রাবন্তীর। বিষয়টি সম্প্রতি জানাজানি হওয়ার পর মেয়ের বাড়ির তরফে এই সম্পর্ক মেনে নিলেও ছেলের বাড়ির তরফে মানা হয়নি। অভিযোগ ঘটনার দিন সকালে অভিযুক্ত যুবক শ্রাবন্তীকে জানিয়ে দেয় বাড়ির অমতে তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। এ কথা শোনার পরই শ্রাবন্তী চর-ব্রহ্মনগরে নিজের বাড়িতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। মৃত্যুকালীন জবানবন্দিতে সে রাজদীপ বাল, তার বাবা এবং মাকে মৃত্যুর জন্য দায়ি করেছে বলে মৃতার পরিবারের তরফে দাবি করা হয়েছে।

পুলিশ রাজদীপ বালার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ এবং ৩৪ ধারায় মামলা রুজু করেছে। মঙ্গলবার ধৃতকে নবদ্বীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে, বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

বিয়ে বন্ধ। নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে তেহট্টের দেবনাথপুরে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্থানীয় স্কুলের অষ্টম শ্রেণির ওই ছাত্রীর বিয়ে ছিল সোমবার। রাতে বিয়ে করতে বরপক্ষও হাজির হয়েছিল কন্যার বাড়িতে। খবর পেয়ে বিডিও গিয়ে দু’পক্ষকে বুঝিয়ে বিয়ে বন্ধ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন