সিলিন্ডার ফেটে মৃত

হরিহরপাড়া থানার ভজরামপুরের এক বিএড কলেজে রান্নার সময় গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম তুলসি মণ্ডল (৪০)। বাড়ি রেজিনগর থানার ঝিকড়া গ্রামে। জখম হয়েছেন কলেজের কর্মী পরজিৎ তপাদার, গুপিনাথ তপাদার ও ফেন্সি মণ্ডল। তাঁরা ভজরামপুরের বাসিন্দা। সোমবার দুপুরে রান্না করতে গিয়ে তুলসী দেখেন সিলিন্ডারে গোলমাল রয়েছে। গ্যাসও ভালমতো জ্বলছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৫ ০০:০৮
Share:

হরিহরপাড়া থানার ভজরামপুরের এক বিএড কলেজে রান্নার সময় গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম তুলসি মণ্ডল (৪০)। বাড়ি রেজিনগর থানার ঝিকড়া গ্রামে। জখম হয়েছেন কলেজের কর্মী পরজিৎ তপাদার, গুপিনাথ তপাদার ও ফেন্সি মণ্ডল। তাঁরা ভজরামপুরের বাসিন্দা। সোমবার দুপুরে রান্না করতে গিয়ে তুলসী দেখেন সিলিন্ডারে গোলমাল রয়েছে। গ্যাসও ভালমতো জ্বলছে না। তখন তিনি সহকর্মীদের ডাকেন। তাঁরা এসে সিলিন্ডার নাড়াচাড়া করতেই আচমকা সিলিন্ডার ফেটে যায়। চার জনই গুরুতর জখম হন। তাঁদের হরিহরপাড়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করানো হয়। সেখানেই সোমবার রাতে মৃত্যু হয় তুলসি মণ্ডলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement