জমি বিবাদের জেরে আক্রান্ত যুব তৃণমূল নেতা

জমি বিবাদের জেরে আক্রান্ত হলেন মুর্শিদাবাদ জেলার যুব তৃণমূল নেতা জ্যোতিময় মণ্ডল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৪:১২
Share:

আহত তৃণমূল নেতা। নিজস্ব চিত্র।

জমি বিবাদের জেরে আক্রান্ত হলেন মুর্শিদাবাদ জেলার যুব তৃণমূল নেতা জ্যোতিময় মণ্ডল। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত পুনিয়া গ্রামে বাড়ি খড়গ্রাম ব্লক যুব তৃণমূল সভাপতি জ্যোতিময়ের। বৃহস্পতিবার জমি নিয়ে বিবাদের জেরে জ্যোতির্ময় এবং তাঁর দাদা সন্দীপন মণ্ডলকে ধারালো অস্ত্র এবং লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। এই গোলমালে গুরুতর জখম দু’জনকে প্রথমে খড়গ্রাম গ্রামীণ হাসপাতাল এবং পরে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

Advertisement

আক্রান্ত জ্যোতিময় বলেন, “খড়গ্রাম থানার অন্তর্গত পুনিয়া গ্রামে দীর্ঘ দিন ধরে একটি জমি নিয়ে বিবাদ চলছিল। বিবাদের কারণে আমাদের উপর হামলা চালায় অজয় মণ্ডল, প্রদীপ মণ্ডল, উত্তম মণ্ডল-সহ বেশ কয়েক জন।’’ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement