Murshidabad

করোনা ভয়ে বন্ধ করা হল জেলা পরিষদ

পাশাপাশি, আতঙ্কের ছবিটাও ক্রমেই ডানা মেলছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুলাই ২০২০ ০৫:০৭
Share:

প্রতীকী ছবি

রাজ্যের সার্বিক চিত্রের সঙ্গে পাল্লা দিয়ে মুর্শিদাবাদেও করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। পুলিশ কর্মী থেকে সরকারি আধিকারিক, চিকিৎসক থেকে প্রসূতি— আক্রান্তের প্রসারে যেন দাড়ি টানা যাচ্ছে না। রবিবার রাতে, মুর্শিদাবাদের পুলিশ সুপারের এক নিরাপত্তারক্ষী, লালবাগ মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগের এক মহিলা চিকিৎসক-সহ মোট ১৩ জনের কোভিড পজ়িটিভ ধরা পড়েছে।

Advertisement

পাশাপাশি, আতঙ্কের ছবিটাও ক্রমেই ডানা মেলছে। দিন কয়েক আগে, জেলাপরিষদের উপসচিব-সহ দু’জনের করোনা পজ়িটিভ হওয়ায় সোমবার সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল-সহ ২১ জনের লালারস সংগ্রহ করেছে স্বাস্থ্য দফতর। মোশারফ বলেন, ‘‘জেলা পরিষদের এক আধিকারিক-সহ দু’জনের করোনা পজ়িটিভ হওয়ায় আপাতত ১০ দিন জেলা পরিষদ বন্ধ রাখা হয়েছে। আগেই জেলা পরিষদের ২৩ জন আধিকারিক ও কর্মীর লালারস সংগ্রহ করেছে।’’

জেলা স্বাস্থ্যদফতর সূত্রে খবর, এ পর্যন্ত জেলায় ৪৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৩৩৯ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় মৃত্যু হয়েছে ৫জনের। করোনা হাসপাতাল ও বাড়িতে ১১৪ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন। সোমবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, ‘‘রবিবার রাতে জেলা ও জেলার বাইরে মিলিয়ে মোট ১৩ জনের করোনা পজ়িটিভ হয়েছে। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আক্রান্তেরা যাঁদের সংস্পর্শে এসেছিলেন তাঁদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।’’

Advertisement

মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন, ‘‘আমার এক নিরাপত্তারক্ষীর করোনা ধরা পড়েছে। গত সাত দিন ছুটিতে বাড়িতে ছিলেন তিনি। ছুটিতে থাকা অবস্থায় তাঁর পজ়িটিভ হয়েছে বলে অনুমান। তাঁর করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে যে ১৩ জনের করোনা পজ়িটিভ হয়েছে, তাঁদের মধ্যে ৫ জনের জেলার বাইরে পরীক্ষা হওয়ার পাশাপাশি চিকিৎসা শুরু হয়েছে। এ ছাড়া জেলায় ৮ জনের করোনা পজ়িটিভ হয়েছে। তাঁদের মধ্যে মুর্শিদাবাদের পুলিশ সুপারের নিরাপত্তারক্ষী রয়েছেন, লালবাগ মহকুমা হাসপাতালের ৫৭ বছর বয়সী এক মহিলা চিকিৎসকের করোনা পজ়িটিভ হয়েছে। ওই মহিলা চিকিৎসক এ দিন কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।’’

হরিহরপাড়ার প্রতাপপুরের এক যুবক করোনা আক্রান্ত হয়েছেন। তিনি বহরমপুরের একটি নার্সিংহোমে কাজ করতেন। রবিবার রাতেই তাঁকে করোনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

হরিহরপাড়ার চোয়া নতুনপাড়ার এক মহিলা করোনা আক্রান্ত হয়েছেন। তাঁকেও মাতৃসদন করোনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

অন্য দিকে ডোমকল মহকুমা হাসপাতালের এক চিকিৎসক রবিবার করোনা আক্রান্ত হয়েছেন। করোনার রিপোর্ট হাতে পাওয়ার আগে তিনি নওদার আমতলায় একটি প্রাইভেট চেম্বারে ৬০জন রোগীর চিকিৎসা করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন