কোথায় কী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘দর্পণ ...মুখের খোঁজে’ সাহিত্য পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টে থেকে করিমপুর পাবলিক লাইব্রেরি হল ঘরে। অনুষ্ঠানে গান, স্বরচিত কবিতাপাঠ, শ্রুতিনাটক এবং স্মৃতিচারণ থাকবে। পত্রিকাটির ‘আমার একুশ’ সংখ্যাও এ দিন প্রকাশিত হবে।

Advertisement
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৫ ০০:২৬
Share:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘দর্পণ ...মুখের খোঁজে’ সাহিত্য পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টে থেকে করিমপুর পাবলিক লাইব্রেরি হল ঘরে। অনুষ্ঠানে গান, স্বরচিত কবিতাপাঠ, শ্রুতিনাটক এবং স্মৃতিচারণ থাকবে। পত্রিকাটির ‘আমার একুশ’ সংখ্যাও এ দিন প্রকাশিত হবে। পত্রিকার এই সংখ্যায় থাকছে মন্দাক্রান্তা সেন, পুণ্যশ্লোক দাশগুপ্ত, গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়়-সহ বাংলাদেশের কবি জগলুল হায়দার, সৈয়দ আব্দুল করিম প্রমুখের লেখাও।

Advertisement

করিমপুর ‘শর স্মৃতি নাট্য সংস্থা’র পরিচালনায় ২১ ফেব্রুয়ারি শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাসপাতাল সংলগ্ন কালী মন্দিরের সামনে বিকেল ৫টায় গান, কবিতা, আবৃত্তি ও শ্রুতিনাটক অনুষ্ঠিত হবে।

Advertisement

এ দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে করিমপুরের কাঠালিয়ার স্বেচ্ছাসেবক ‘আজাদ হিন্দ বাহিনী’। প্রতি বছরের মতো এ বারও ঢাকার রমনা ময়দানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এলাকার খুদেরা ক্যারাটে প্রদর্শন করবে। অন্য বারের মতো এলাকায় পড়ে থাকা ক্ষতিকর পলিথিন বা পারথেনিয়ামও কেটে পরিষ্কার করা হবে।

কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে বেলা সাড়ে ১১টায় ভাষা দিবস উপলক্ষে গান কবিতার নানা অনুষ্ঠান।

কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় সভাকক্ষে কথায় গানে ভাষা দিবস উদ্যাপন। আয়োজনে ‘নবচেতনা’ এবং তথ্য ও সংস্কৃতি দফতর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement