কনেযাত্রী-বাস উল্টে মৃত এক, জখম ৩৫

কনেযাত্রী বোঝাই বাস উল্টে মৃত্যু হল এক মহিলার। ওই ঘটনায় সাত শিশু ও পনেরো জন মহিলা-সহ মোট ৩৫ জন যাত্রী জখম হয়েছেন। সোমবার ভোর রাতে হলদিয়া-ফরাক্কা বাদশাহি সড়কের উপর বড়ঞা থানা এলাকার বাহাদুরপুর মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৫ ০২:০০
Share:

কনেযাত্রী বোঝাই বাস উল্টে মৃত্যু হল এক মহিলার। ওই ঘটনায় সাত শিশু ও পনেরো জন মহিলা-সহ মোট ৩৫ জন যাত্রী জখম হয়েছেন। সোমবার ভোর রাতে হলদিয়া-ফরাক্কা বাদশাহি সড়কের উপর বড়ঞা থানা এলাকার বাহাদুরপুর মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃতার নাম কাজল বিত্তার (৪৮)।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে খবর, দৌলতাবাদ গ্রাম থেকে ছোটগাড়ি ও বাস বোঝাই করে ৬০ জন কনেযাত্রী বর্ধমান জেলার কেতুগ্রাম থানা এলাকার কাটুন্দিডাঙা গ্রামে রবিবার রাতে বৌ-ভাত অনুষ্ঠানে যান। খাওয়া-দাওয়ার পর্ব মিটিয়ে রাত দু’টা নাগাদ ওই দু’টি গাড়ি ফের দৌলতাবাদের উদ্দেশে রওনা দেয়। ঘণ্টা খানেক আসার পরে বাসটি বাহাদুরপুর মোড় সংলগ্ন এলাকায় রাস্তার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত পৌঁছয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে বড়ঞা গ্রামীণ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসা শুরুর আগেই মৃত্যু হয় দৌলতাবাদের বাসিন্দা কাজলদেবীর। সাত শিশু ও ১৫ জন মহিলা-সহ ৩৫ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার রাতে এলাকায় ভাল কুয়াশা ছিল। তার মধ্যেই জোরে বাস চলছিল। পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। বাসের চালকের আসনের পাশে বসে থাকা এক প্রভাত হালদার বলেন, “বাসটা বাহাদুরপুর মোড়ের আগে একটা কালভাটের কাছে হঠাৎই অনেকটা বাম দিকে চলে আসে। চালক অনেক চেষ্টাও করে। কিন্তু রাস্তার পাশে থাকা একটা পোস্টে জোরে ধাক্কা লাগামাত্র বাসটি তিন বার পাল্টি খায়!’’ দুর্ঘটনাগ্রস্ত বাসটির চালক, খালাসি পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

বিক্ষোভ। গোপালনগর আইসিডিএস কেন্দ্রে সোমবার বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসী। বিক্ষোভকারীদের অভিযোগ, বরাদ্দ মতো খাবার দেওয়া হচ্ছে না শিশুদের। খাবারের মানও খারাপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement