কলেজে গিয়ে ঘুষি খেল পুলিশ

বহিরাগত জনা কয়েক ছেলে এসে কলেজ গেটের সামনেই এক ছাত্রীর হাত ধরে টানাটানি করায় ‘শাস্তি’ দিল ওই কলেজেরই পড়ুয়ারা। অভিযোগ, কৃষ্ণনগরের দ্বিজেদ্রলাল রায় কলেজের এক দল পড়ুয়ার হাত থেকে বহিরাগতদের বাঁচাতে গিয়ে হেনস্থা হয়েছেন এক পুলিশ কর্মীও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:১৮
Share:

বহিরাগত জনা কয়েক ছেলে এসে কলেজ গেটের সামনেই এক ছাত্রীর হাত ধরে টানাটানি করায় ‘শাস্তি’ দিল ওই কলেজেরই পড়ুয়ারা। অভিযোগ, কৃষ্ণনগরের দ্বিজেদ্রলাল রায় কলেজের এক দল পড়ুয়ার হাত থেকে বহিরাগতদের বাঁচাতে গিয়ে হেনস্থা হয়েছেন এক পুলিশ কর্মীও। ছাত্রদের কথায়, সাদা পোশাকে থাকায় তাঁকে চিনতে পারেননি ওই ছাত্রেরা। কোতোয়ালি থানার সাব ইনসপেক্টর বাস্তব পাল বলছেন, ‘‘দু’দল ছেলের মারপিট থামাতে গিয়েই বিপত্তি ঘটেছে।’’ ওই ঘটনায় আহত হয়েছেন রাজেশ দেবনাথ নামে এক ছাত্রও। সে কৃষ্ণনগরেরই একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গিয়েছে। পুলিশ জানায়, ওই হাতাহাতির সময়ে, সাদা পোষাকের ওই পুলিশ কর্মী মোটর বাইকে কলেজের সামনে দিয়ে আসছিলেন। মারমুখি ছাত্রেরা তাকে ধাক্কাধাক্কিই নয়, তাঁর মুখে ঘুসিও মারে বলে অভিযোগ। রাজেশ নামে ওই ছাত্রটি বলে, ‘‘ওই ছাত্রী তার আত্মীয়া। তার সঙ্গে কথা বলছি দেখেই আমাকে মারতে থাকে ওই কলেজের জনা কয়েক ছাত্র। কোনও ছাত্রীর হাত ধরে টানার প্রশ্নই নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement