জঙ্গিপুরে বাস ধর্মঘট, ভোগান্তি

পুলিশের মারধরের প্রতিবাদে অনিদির্ষ্টকালের জন্য জঙ্গিপুর মহকুমায় জন্য ধর্মঘটের ডাক দিল বাস মালিকেরা। শুক্রবার এর জেরে বিপাকে পড়েন হাজার হাজার যাত্রী। ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। এলাকায় অবৈধ গাড়ির চলাচল রোখার দাবি তুলে রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড লাগোয়া খড়খড়ি সেতুর উপর বেশ কয়েকটি বাসকে দাঁড় করিয়ে রাস্তা আটকে দেন স্থানীয় বাস মালিক সমিতির কর্তারা। শহরে ঢোকার একমাত্র রাস্তা বন্ধ এভাবে বন্ধ হয়ে যাওয়ায় যান গোটা শহর কার্যত স্তব্ধ হয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৪ ০১:২৪
Share:

বাসকর্মীদের মারধর করে অবরোধ তুলছে পুলিশ।—নিজস্ব চিত্র।

পুলিশের মারধরের প্রতিবাদে অনিদির্ষ্টকালের জন্য জঙ্গিপুর মহকুমায় জন্য ধর্মঘটের ডাক দিল বাস মালিকেরা। শুক্রবার এর জেরে বিপাকে পড়েন হাজার হাজার যাত্রী।

Advertisement

ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। এলাকায় অবৈধ গাড়ির চলাচল রোখার দাবি তুলে রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড লাগোয়া খড়খড়ি সেতুর উপর বেশ কয়েকটি বাসকে দাঁড় করিয়ে রাস্তা আটকে দেন স্থানীয় বাস মালিক সমিতির কর্তারা। শহরে ঢোকার একমাত্র রাস্তা বন্ধ এভাবে বন্ধ হয়ে যাওয়ায় যান গোটা শহর কার্যত স্তব্ধ হয়ে যায়। অনেকটা পথ হেঁটে শহরে ঢুকতে গিয়ে নাকাল হতে হয় সাধারণ যাত্রীদের। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রঘুনাথগঞ্জ থানার আইসি-সহ একাধিক পুলিশ। অবরোধ তুলতে পুলিশ মারধর শুরু করে বলে অভিযোগ। ৪ জনকে আটকও করা হয়। এদিকে বাস কর্মী মালুক্র উফর পুলিশি জুলুমের প্রতিবাদে এ দিন দুপুর থেকে আচমকা জঙ্গিপুর মহকুমা জুড়ে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেন বাস মালিকরা।

বাস মালিক সংগঠনের সম্পাদক মনিরুদ্দিন মণ্ডল বলেন, “পুলিশ অবরোধ তুলতে এসে কোনওরকম আলোচনা ছাড়াই বাস মালিকদের মারধর শুরু করেন। ৪ জনকে আটক করে। রাস্তা থেকে ১০টি বাস তুলে নিয়ে যায়।” তাঁর কথায়, “পুলিশ অবরোধ তুলতে যতটা তৎপর, রঘুনাথগঞ্জে অবৈধ গাড়ি রাস্তা থেকে হটাতে ততটা তৎপর নয়। শহর জুড়ে বৈধ কাগজ পত্র ছাড়াই অটো, যাত্রীবাহী ম্যাজিক গাড়ি চলছে। বারবার বলেও এর বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। কারণ এর পিছনে শাসক দলের মদত রয়েছে।”

Advertisement

জঙ্গিপুর মহকুমা জুড়ে বিভিন্ন রুটে প্রায় ১২০টি যাত্রীবাহী বাস চলাচল করে। এদিন দুপুরের পর থেকে সমস্ত বাস রাস্তা থেকে তুলে নেওয়া হয়। আগাম ঘোষণা ছাড়াই এভাবে বাস তুলে নেওয়ায় কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই বিভিন্ন ছোট গাড়িতে করে উমরপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে গিয়ে সরকারি বাস ধরার চেষ্টা করেন। বাস মালিকেরা সমস্ত ঘটনা জঙ্গিপুরের মহকুমা শাসক প্রিয়াঙ্কা সিংলাকে জানালে তিনি এদিন রাতে বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন।

এদিন রাতে প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনার পর মনিরুদ্দিন জানান, গ্রেফতার হওয়া ৪ কর্মীকে রাতেই ছেড়ে দেওয়ায় কথা হয়েছে। আটক বাসগুলির কাগজপত্র পরীক্ষার পর ছেড়ে দেওয়ার কথা হয়েছে। অন্য দিকে, শনিবার বাস ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন প্রধান। আন্দুলবেড়িয়া-১ গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হলেন বামফ্রন্টের আনসারা বিবি। কংগ্রেসের অনাস্থায় প্রধান রবিন ঘোষ অপসারিত হয়েছিল ৭ নভেম্বর। কংগ্রেসের দাবি নতুন প্রধান দলে যোগ দিয়েছেন। বিডিও অরিজিৎ মুখোপাধ্যায় বলেন, “পঞ্চায়েত সদস্যরা প্রধান নির্বাচন করেছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement