টুকরো খবর

ছাত্র পরিষদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলল তৃণমূল ছাত্র পরিষদ। তাদের অভিযোগ, ইসলামপুরে মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে ভর্তি হতে আসা নবাগত ছাত্রছাত্রীদের কাছ থেকে জোর করে টাকা আদায় করছে ছাত্র সংসদে ক্ষমতায় থাকা ছাত্র পরিষদ। ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কলেজের মূল ফটকে বিক্ষোভ দেখায় টিএমসিপির সমর্থকরা। টিএমসিপির জেলা সভাপতি অরিন্দম ঘোষের অভিযোগ, “এই কলেজে ছাত্র পরিষদ ভর্তি হতে আসা ছাত্রছাত্রীদের কাছ থেকে তোলাবাজি করছে।

Advertisement
শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৪ ০০:২৩
Share:

তোলাবাজির অভিযোগ কলেজে
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর

Advertisement

ছাত্র পরিষদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলল তৃণমূল ছাত্র পরিষদ। তাদের অভিযোগ, ইসলামপুরে মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে ভর্তি হতে আসা নবাগত ছাত্রছাত্রীদের কাছ থেকে জোর করে টাকা আদায় করছে ছাত্র সংসদে ক্ষমতায় থাকা ছাত্র পরিষদ। ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কলেজের মূল ফটকে বিক্ষোভ দেখায় টিএমসিপির সমর্থকরা। টিএমসিপির জেলা সভাপতি অরিন্দম ঘোষের অভিযোগ, “এই কলেজে ছাত্র পরিষদ ভর্তি হতে আসা ছাত্রছাত্রীদের কাছ থেকে তোলাবাজি করছে। পিছিয়ে পড়া জেলার দরিদ্র ঘরের ছাত্রছাত্রীদের কাছ থেকে এভাবে তোলাবাজির প্রতিবাদে আমরা আন্দলোনে নেমেছি। বিষয়টি প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি। এর পরেও যদি তোলা আদায় বন্ধ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।” যদিও এমন অভিযোগ উড়িয়ে দিয়ে রানিনগর ১ ব্লকের ছাত্র পরিষদের সভাপতি জয়নাল আবেদিন বলেন, “ছাত্র সমর্থন হারিয়ে হতাশায় ওরা অনেক ভুল কথা বলছে।” ছাত্র সংসদের নামে রসিদ ছাপিয়ে ১০০, ৫০ ও ৩০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে বলে বুধবার ইসলামপুর থানায় এক ছাত্র লিখিত অভিযোগ দায়ের করেন। ডোমকলের এসডিপিও অরিজিৎ সিংহ বলেন, “অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

Advertisement

অপহরণ তত্ত্ব খারিজ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর

ছাত্রী অপহরণের তত্ত্ব খারিজ করল পুলিশ। লালগোলার জনার্দনপুর গ্রামের নবম শ্রেণির ওই ছাত্রী হাসনারা খাতুন (১৬) গত ২৬ জুন বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। গত মঙ্গলবার রাতে ভাগীরথী নদী থেকে পুলিশ তাঁর বিবস্ত্র দেহ উদ্ধার করে। মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার জানান, নিহত ওই ছাত্রীর সঙ্গে এক তরুণের প্রণয়ের সম্পর্ক ছিল ও সেই তরুণের সঙ্গে সে স্বেচ্ছায় চলে গিয়ে খুন হয়। ওই দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীর সঙ্গী ছিল এক বান্ধবী। পুলিশ সুপার বলেন, “ওই বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে হাসনারার প্রণয়ের কথা ও প্রেমিকের সঙ্গে তার স্বেচ্ছায় চলে যাওয়ার কথা জানা গিয়েছে।” মৃতের দাদা এব্রাহিম শেখ অবশ্য দাবি করেন, “বোনকে তিন যুবক মিলে অপহরণ করে নিয়ে যায়। তারপর ধর্ষণ করে খুন করে নদীতে দেহ ভাসিয়ে দেয়।” পুলিশ সুপার বলেন, “তদন্ত জানা গিয়েছে, অহপহরণের কথা সঠিক নয় এবং তিন জন নয়, এক তরুণের সঙ্গে স্বেচ্ছায় গিয়েছিল ওই কিশোরী।” তবে ওই তরুণ এখনও অধরা।

সিরাজের মৃত্যুবার্ষিকী লালবাগে
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর

লালবাগের খোসবাগ সমাধিক্ষেত্রে সিরাজের সমাধিতে স্মরণ করা হল বাংলার শেষ স্বাধীন নবাবকে। ১৭৫৭ সালের ৩ জুলাই পরাজিত নবাবকে হত্যা করা হয়। সেই দিনটিকে স্মরণ করে মোমবাতি জ্বালিয়ে বৃহস্পতিবার তাঁকে স্মরণ করে ভারত-বাংলাদেশ-পাকিস্তান পিপলস ফোরামের মুর্শিদাবাদ জেলা শাখা। ওই স্মরণসভায় সিধু-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক রাজর্ষি চক্রবর্তী তাঁর বলেন, “ইংরেজদের লেখা ইতিহাসে নবাব সিরাজের চরিত্র হনন করা হয়েছে। সাম্প্রতিক কালের গবেষণায় তা প্রমাণিত। সম্প্রতি প্রকাশিত বিশিষ্ট ঐতিহাসিক সুশীল চৌধুরীর গবেষণামূলক গ্রন্থ ‘নাবাবি আমলে মুর্শিদাবাদ’-এ সিরাজকে জাতীয় নায়ক হিসাবে দেখানো হয়েছে।” ২৩ জুন পলাশির যুদ্ধে পরাজিত হওয়ার পর স্ত্রী ও শিশু কন্যাকে সঙ্গে নিয়ে সিরাজ পালিয়ে যাচ্ছিলেন। ভগবানগোলায় পদ্মানদীতে নৌকায় ওঠার সময় তিনি ধরা পড়ে যান। অবেশেষে ১৭৫৭ সালের ৩ জুলাই বন্দি নবাবকে খণ্ড খণ্ড করে কেটে হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদ (লালবোগ) শহর ঘোরানোর পর খোসবাগে সমাধি দেওয়া হয়। সিরাজের স্ত্রী বেগম লুৎফন্নেসা ও তাঁর শিশুকন্যাকেও খুন করে খোসবাগে সমাধি দেওয়া হয়।

গঙ্গাপাড়ে বেআইনি নির্মাণ ভাঙল পুরসভা
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর

গঙ্গাপাড়ের সৌন্দর্যায়ন ও নদীকে দূষণমুক্ত রাখার উদ্দেশ্যে বেশ কিছু বেআইনি নির্মাণ ভেঙে দিল বহরমপুর পুরসভা। বৃহস্পতিবার সকালেই পুরসভার তরফে শহরের কাজী নজরুল ইসলাম সরণীর একের পর এক নির্মাণ ভাঙতে শুরু করা হয়। বেশ কিছু দোকান, ঝুপড়ি ভাঙার পরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণ রাস্তা অবরোধও করেন। তবে পুরসভার দাবি, সাত দিন ধরে ক্রমাগত মাইক বাজিয়ে দোকান, বাড়িঘর সরিয়ে নিতে বলা হয়েছিল। তারপরেও বাসিন্দারা কোনও উদ্যোগ না করায় আদালতের নির্দেশেই এমনটা করা হয়। পুরপ্রধান নীলরতন আঢ্যও। তিনি বলেন, “বেশ কিছু অস্থায়ী খাবারের দোকান ও আরও টুকিটাকি দোকান রয়েছে গঙ্গাপাড়ে। সেখান থেকে শালপাতা, কাগজের প্যাকেট, প্লাস্টিকের প্যাকেট ছড়িয়ে দূষিত হচ্ছে ভাগীরথী। ভবিষ্যতে যাতে দোকান আর না গজিয়ে ওঠে তা দেখা হবে।”

লক-আপ থেকে চম্পট
নিজস্ব সংবাদদাতা • করিমপুর

আদালতে পুলিশের হাত ছাড়িয়ে চম্পট দিলেন এক বাংলাদেশি বন্দি। বৃহস্পতিবার তেহট্ট মহকুমা আদালতে ঘটনাটি ঘটেছে। মিলন বিশ্বাস ও মহম্মদ সুমন নামে দু’জন বাংলাদেশিকে শুনানি শেষে কোর্ট লক আপে ঢোকানো হচ্ছিল। সে সময়ই পুলিশের হাত ছিটকে পালানোর চেষ্টা করেন তাঁরা। বাসুদেব বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবলের চেষ্টায় মহম্মদ সুমন ধরা পড়লেও পালিয়ে যায় মিলন বিশ্বাস। মাস ছয়েক আগে ওই দু’জন অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার সময় সীমান্ত রক্ষীর হাতে ধরা পড়েছিলেন।

গঙ্গায় তলিয়ে বালক
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ

স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল ষষ্ঠ শ্রেণির এক ছাত্র। বৃহস্পতিবার দুপুরে সুতির অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয় ঘাটে এই ঘটনা ঘটেছে। ওই ছাত্রের নাম সারিফ হোসেন (১২)। অরঙ্গাবাদ লাগোয়া মহেন্দ্রপুর গ্রামের ওই বালক অরঙ্গাবাদ হাই মাদ্রাসার ছাত্র।


রমজানে চাহিদা বাড়ে খেজুরের। মুর্শিদাবাদের ধুলিয়ানে খেজুর
প্যাকেটজাত করার কাজ চলছে জোরকদমে। ছবি: অর্কপ্রভ চট্টোপাধ্যায়


বৃষ্টি ভেজা দুপুরে। ইসলামপুরের বাবলাবোনাইয়ে বিশ্বজিৎ রাউতের ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement