পুলিশকে ধাক্কা দিয়ে পালাল বন্দি

হাসপাতালে মেডিক্যাল চেক-আপ করতে যাওয়ার সময় পুলিশকে ধাক্কা দিয়ে চম্পট দিল খুনের ঘটনায় ধৃত বিচারাধীন এক বন্দি। শুক্রবার সকালে নদিয়ার রানাঘাট শহরের কোর্টমোড় এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫৫
Share:

হাসপাতালে মেডিক্যাল চেক-আপ করতে যাওয়ার সময় পুলিশকে ধাক্কা দিয়ে চম্পট দিল খুনের ঘটনায় ধৃত বিচারাধীন এক বন্দি। শুক্রবার সকালে নদিয়ার রানাঘাট শহরের কোর্টমোড় এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

Advertisement

পুলিশ জানিয়েছে পলাতক ওই বন্দির নাম শ্যামল মিস্ত্রী। গত ১৯ সেপ্টেম্বর রানাঘাট থানার রায়নগর এলাকা থেকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্যামল-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল পুলিশ। ২১ সেপ্টেম্বর তাদের নিজেদের হেফাজতেও নেয়। এ দিন তাদের পুনরায় আদালতে হাজির করানোর কথা ছিল। তার আগে রানাঘাট মহকুমা হাসপাতালে মেডিক্যাল চেক-আপ করানোর জন্য নিয়ে যাওয়ার যাওয়ার সময় কোর্টমোড় এলাকায় সে পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায়।

রানাঘাট মহকুমা আদালতের সরকার পক্ষের আইনজীবী প্রদীপ কুমার প্রামাণিক বলেন, “ওদের এক জনকে এ দিন আদালতে হাজির করা হয়েছিল। তার জামিনের আবেদন বাতিল করে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। বাকি একজন পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে গিয়েছে। তার বিরুদ্ধে রানাঘাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।”

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালের ১৯ অক্টোবর রায়নগরের পার্শ্ববর্তী এলাকা থেকে অজ্ঞাত পরিচয় মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চলতি বছরের গত ১৮ সেপ্টেম্বর পুলিশ শ্যামল মিস্ত্রি ও স্বপন বিশ্বাসকে নামে দু’জনকে গ্রেফতার করে। গত ১৮ সেপ্টেম্বর তাদের রানাঘাট আদালতে তোলা হলে তাদের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারক। ২১ সেপ্টেম্বর তাদের নিজেদের হেফাজতে নেয় পুলিশ। এ দিন ফের তাদের আদালতে হাজির করানোর সময় ওই ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, “এ ব্যাপারে রানাঘাটের এসডিপিও-র কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। তা হাতে পাওয়ার পর দোষী পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement