মুর্শিদাবাদে শিশুশ্রমিক বিদ্যালয় চালুর দাবিতে জঙ্গিপুর মহকুমাশাসকের অফিসের সামনে বসে অবস্থান বিক্ষোভ করলেন শিক্ষকেরা। জেলায় যে ১৪০টি শিশু শ্রমিক বিদ্যালয় রয়েছে তার সবগুলি বিড়ি শিল্পাঞ্চল জঙ্গিপুরে। শিক্ষকরা চার হাজার টাকা ও পড়ুয়ারা ১৫০ টাকা করে ভাতা পান। ৩৯০ জন শিক্ষকের ২২ মাস সেই ভাতা বকেয়া । সাত হাজার পড়ুয়ার ভাতা বকেয়া ৩৬ মাস।