ব্যবসায়ী খুনে অভিযুক্ত অধরা

পেরিয়ে গিয়েছে ২৪ ঘণ্টা। তারপরেও হোটেল ব্যবসায়ী খুনের মূল অভিযুক্তকে ধরতে পারল না পুলিশ। এ দিকে অভিযুক্ত এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার রাতে মুর্শিদাবাদ শহরে দুষ্কৃতীর গুলিতে খুন হন পেশায় ব্যবসায়ী শুভম দে। ওই খুনের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৫ ০১:১১
Share:

পেরিয়ে গিয়েছে ২৪ ঘণ্টা। তারপরেও হোটেল ব্যবসায়ী খুনের মূল অভিযুক্তকে ধরতে পারল না পুলিশ। এ দিকে অভিযুক্ত এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার রাতে মুর্শিদাবাদ শহরে দুষ্কৃতীর গুলিতে খুন হন পেশায় ব্যবসায়ী শুভম দে। ওই খুনের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসেন।

Advertisement

লালবাগ ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, “স্মারকলিপি জমা দিয়ে প্রশাসনকে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করার দাবি জানানো হবে। লালবাগে এখন বহিরাগত পর্যটকদের ভিড়। এর আগে গত ২৫ ডিসেম্বর বেড়াতে আসা পর্যটকরা হাজারদুয়ারি চত্বরের তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে গিয়েছেন। ওই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের চিহ্নিত করে পুলিশ গ্রেফতার করতে পারেনি। ওই ঘটনার পরে ফের মুর্শিদাবাদ শহরে ব্যবসায়ী খুনের ঘটনায় পর্যটকরা আতঙ্কিত হবেন। এই অবস্থায় মুর্শিদাবাদ শহরের পরিস্থিতি স্বাভাবিক করার ব্যাপারে পুলিশ ও প্রশাসনের বড় দায়িত্ব রয়েছে।”

এ দিকে বুধবার রাতে ওই খুনের ঘটনার পর থেকেই সন্ধ্যা হতে না হতেই লালবাগ মহকুমা হাসপাতাল চত্বর সুনসান হয়ে যাচ্ছে। সন্ধ্যার পর থেকেই ওই গোলাপবাগ চত্বরে ফাঁকা হয়ে যাচ্ছে। যদিও ওই তিনটে হোটেল ছাড়া বাকি সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা রয়েছে।

Advertisement

ছয়ঘরির সনাতন মণ্ডল বলেন, “রাতে প্রয়োজন পড়লেও হাসপাতাল চত্বর ছেড়ে বের হতে গেলে ভয় লাগছে। বাড়ির মহিলারা রোগীর সঙ্গে দেখা করতে এলেও দিনের আলো থাকতেই তাদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি।” মুর্শিদাবাদের পুলিশ সুপার সি সুধাকর বলেন, “অভিযক্তের খোঁজ চলছে। পুলিশ দ্রুত ওই খুনের কিনারা করবে।”

তালা ভেঙে। শেষ পর্যন্ত তালা ভেঙে শুক্রবার মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের কার্যালয়ে ঢুকলেন সরকার মনোনীত প্রতিনিধি। গত ৫ ডিসেম্বর মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের নতুন কার্যকরী সভাপতি হিসেবে তপন ত্রিপাঠীকে বেছে নেওয়া হয়। তপনবাবু বলেন, “গত ৫ ডিসেম্বর সরকার আমাকে ওই পদে মনোনীত করে। ওই কার্যালয় তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। চাবির কোনও হদিশ পাইনি। এ দিকে আমি পদে রয়েছি, কিন্তু কোনও কাজ করতে পারছি না। শেষ পর্যন্ত এ দিন তালা ভেঙে ওই কার্যালল খোলা হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement