বন্‌ধ-সমর্থনেঅধীর রাস্তায়

সবং কলেজের ছাত্রখুনের প্রতিবাদে আজ মঙ্গলবার কংগ্রেসের ডাকা বাংলা বন্‌ধ। বন্‌ধ সফল করতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সোমবার বহরমপুর শহরে মিছিল করেন। মিছিল শেষে তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ‘চ্যালেঞ্জ’ ছুড়ে বলেন, ‘‘বিরোধী থাকা অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতে গিয়ে নিজের মাথা ফাটিয়েছেন। সিঙ্গুর আন্দোলনে সপ্তাহের পর সপ্তাহ সড়ক আটকে রেখেছিলেন। তিনিই আজ বিরোধীদের প্রতিবাদের ভাষা বন্ধ করতে চাইছেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৫ ০১:২০
Share:

সবং কলেজের ছাত্রখুনের প্রতিবাদে আজ মঙ্গলবার কংগ্রেসের ডাকা বাংলা বন্‌ধ। বন্‌ধ সফল করতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সোমবার বহরমপুর শহরে মিছিল করেন। মিছিল শেষে তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ‘চ্যালেঞ্জ’ ছুড়ে বলেন, ‘‘বিরোধী থাকা অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতে গিয়ে নিজের মাথা ফাটিয়েছেন। সিঙ্গুর আন্দোলনে সপ্তাহের পর সপ্তাহ সড়ক আটকে রেখেছিলেন। তিনিই আজ বিরোধীদের প্রতিবাদের ভাষা বন্ধ করতে চাইছেন।’’ তৃণমূলনেত্রীকে চ্যালেঞ্জের সুরে বলেন, ‘‘বন্‌ধে সামিল সরকারি কর্মীর বেতন কাটা হলে বা সার্ভিস বুকে ব্রেক অফ সার্ভিস বলে দেখানো হলে ছেড়ে দেব না। স্বৈরাচারি আচরণের বিরুদ্ধে আদালতে যাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement