মাঠ সাফাইয়ে শিশু শ্রমিক

গত ৭ ডিসেম্বর বহরমপুর এফইউসি ময়দানে সভা করে তৃণমূল। সভা শেষের দু’দিন পরেও নোংরা-আবর্জনা ছড়িয়ে ছিল মাঠে। বৃহস্পতিবারের আনন্দবাজার পত্রিকায় সেই ছবি প্রকাশিত হয়। তারপরেই শুরু হয় মাঠ সাফাই। বিতর্ক সেখানেও।

Advertisement
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৫ ০১:২৩
Share:

ছবি: গৌতম প্রামাণিক।

গত ৭ ডিসেম্বর বহরমপুর এফইউসি ময়দানে সভা করে তৃণমূল। সভা শেষের দু’দিন পরেও নোংরা-আবর্জনা ছড়িয়ে ছিল মাঠে। বৃহস্পতিবারের আনন্দবাজার পত্রিকায় সেই ছবি প্রকাশিত হয়। তারপরেই শুরু হয় মাঠ সাফাই। বিতর্ক সেখানেও। সাফাইয়ের কাজে শিশু শ্রমিকদের ব্যবহার করার অভিযোগ উঠেছে। জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাসের কটাক্ষ, এটাই তৃণমূলের সংস্কৃতি। জেলা তৃণমূলের সভাপতি মান্নান হোসেন জানান, সভামঞ্চ তৈরির দায়িত্বে থাকা ডেকরেটরকে আগেভাগেই মাঠ পরিস্কারের টাকা দেওয়া হয়েছিল। শিশু শ্রমিকদের দিয়ে সাফাইয়ের দায় ডেকরেটর মালিকের উপরেই ঠেলেছেন তিনি!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement