লরির ধাক্কায় মৃত্যু হয়েছে বহরমপুর গার্লস কলেজের এক ছাত্রীর। মৃতের নাম তসলিমা ইয়াসমিন ওরফে মৌসুমী (২১)। বাড়ি বহরমপুর থানার গাকুন্দা গ্রামে। শনিবার সকালে বহরমপুরে এক গৃহশিক্ষকের কাছে টিউশন নিতে গিয়েছিলেন রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ওই ছাত্রী। সাইকেলে বাড়ি ফেরার পথে বহরমপুর লাগোয়া ভাকুড়ি মোড়ের কাছে সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। হরিহরপাড়ার কুমড়োদহ থেকে লরিটিকে আটক করা হয়। চালক ও খালাসি পলাতক। কলেজের অধ্যক্ষা কেয়া ঘটক বলেন, ‘‘অত্যন্ত মিশুকে ও হাসিখুশি তসলিমা পড়াশোনাতেও ভাল ছিল। ২০১৪ সালে পার্ট-১ পরীক্ষায় ৭১ শতাংশ নম্বর পেয়েছিল।’’