‘সঠিক’ মূল্যায়নের দাবিতে অধ্যক্ষকে ঘেরাও ফরাক্কায়

বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নে ক্রুটি রয়েছে। তার ফলে সমাজবিদ্যায় কলেজের সিংহভাগ পড়ুয়াই অনুত্তীর্ণ হয়েছেন। এই অভিযোগ তুলে প্রায় আড়াইশো জন পড়ুয়া অধ্যক্ষকে ঘেরাও করেন। শুক্রবার দুপুরে ফরাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৩১
Share:

তখন চলছে বিক্ষোভ। —নিজস্ব চিত্র

বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নে ক্রুটি রয়েছে। তার ফলে সমাজবিদ্যায় কলেজের সিংহভাগ পড়ুয়াই অনুত্তীর্ণ হয়েছেন। এই অভিযোগ তুলে প্রায় আড়াইশো জন পড়ুয়া অধ্যক্ষকে ঘেরাও করেন। শুক্রবার দুপুরে ফরাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজের ঘটনা। এ দিন দুপুরে কলেজের দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অনুত্তীর্ণ ওই পড়ুয়ারা অধ্যক্ষ শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢোকেন। অনুত্তীর্ণ পড়ুয়াদের ব্যাপারে অধ্যক্ষ কী ভাবছেন, তা জানতে চান ওই পড়ুয়ারা। এরই মধ্যেই পড়ুয়াদের সঙ্গে অধ্যক্ষের বচসা শুরু হয়। পড়ুয়াদের অভিযোগ, অধ্যক্ষ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এই অভিযোগ তুলে ছাত্ররা অধ্যক্ষের ঘরে তালা ঝুলিয়ে দেন। অধ্যক্ষকে ঘণ্টা দেড়েক ঘর-বন্দি করে রাখা হয়। কলেজ কর্তৃপক্ষ ফরাক্কা থানায় বিষয়টি জানান। বেলা ৩টে নাগাদ পুলিশ কলেজে আসে। পুলিশকে ঘিরে ধরেও পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পুলিশ ছাত্রদের বুঝিয়েসুজিয়ে অধ্যক্ষকে ঘর থেকে বার করে আনে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, ৯ ফেব্রুয়ারি কয়েকজন ছাত্রকে নিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামকের সঙ্গে দেখা করা হবে। অনুত্তীর্ণ ছাত্রদের মধ্যে রয়েছেন মালদহের কালিয়াচকের ছাত্র মহম্মদ সেরাজুল হক। ইংরেজিতে অনার্সের ছাত্র সেরাজুল বলেন, ‘‘একটা মাত্র বিষয়ে এত ছাত্র কেন ফেল করল, এটা খতিয়ে দেখার দাবি জানাচ্ছি আমরা। কিন্তু অধ্যক্ষ দুর্ব্যবহার করছেন।’’ অধ্যক্ষ জানান, এক সপ্তাহ আগেই বিশ্ববিদ্যালয়ের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। ছাত্রদের দাবির প্রতি তাঁর সহানুভূতি রয়েছে। ছাত্রদের পাশে তিনি রয়েছেন। ছাত্ররা যাতে সুবিচার পায়, তার জন্য বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ হবে কলেজ। ছাত্রদের সঙ্গে বাজে ব্যবহার করা হয়নি। কলেজের সমাজবিদ্যার অধ্যাপক সুতপা দত্ত বলছেন, ‘‘এত ছাত্র-ছাত্রী কেন ফেল করল, সেটা স্পষ্ট হচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement