বিজেপির নালিশকেই ‘মান্যতা’ রাজ্যপালের

বলা বাহুল্য ঘটনার পর থেকে ওই কারখানায় বোমা তৈরির অভিযোগ বিজেপি ছাড়া আর কোনও রাজনৈতিক দল করেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২০ ০৫:০৭
Share:

ফাইল চিত্র।

শুক্রবার নৈহাটির দেবকে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই বিজেপি অভিযোগ করছে, ওখানে বোমা তৈরি করা হচ্ছিল। কার্যত সেই অভিযোগকে মান্যতা দিয়ে একই রকম কথা বললেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও।

Advertisement

ঘটনার পর শুক্রবার দিনভর তিনি এ বিষয়ে কিছু বলেননি। শনিবার সকালে টুইট করে রাজ্যপাল
জানান, নৈহাটির মসজিদ পাড়ায় কারখানার বিস্ফোরণে কয়েক জনের মৃত্যু তাঁকে ব্যথিত করেছে। তিনি লিখেছেন, ‘‘অভিযোগ, অবৈধ কারখানায় দেশি বোমা বাঁধা হচ্ছিল। বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত হওয়া দরকার। প্রশাসনের সব স্তরে বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ প্রয়োজন।’’

বলা বাহুল্য ঘটনার পর থেকে ওই কারখানায় বোমা তৈরির অভিযোগ বিজেপি ছাড়া আর
কোনও রাজনৈতিক দল করেনি। নৈহাটির যে গ্রামে বিস্ফোরণ হয়েছে, তার নাম দেবক। পাড়াটি মাঝপাড়া বা মধ্যপাড়া নামে পরিচিত।
সেটিকে রাজ্যপাল মসজিদপাড়া কেন বললেন, সেই প্রশ্নও তুলেছেন এলাকার বাসিন্দারা।

Advertisement

ঘটনার পরে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ ঘটনাটিকে খাগড়াগড় কাণ্ডের সঙ্গে তুলনা করেছিলেন। তিনি জাতীয় তদন্ত সংস্থা এনআইএ-কে দিয়ে তদন্তের দাবি তুলেছিলেন। শনিবার ফরেন্সিক বিশেষজ্ঞেরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন। তাঁরা কোনও রিপোর্ট দেননি। তার আগেই কেন বোমা তৈরির মতো অভিযোগ রাজ্যপালের মতো ব্যক্তি করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতৃত্ব। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘রাজ্যপালের পদে থেকে কোনও রাজনৈতিক দলের
সুরে কথা বলা মানে নিজের পদকে কলঙ্কিত করা। রাজ্য সরকার নিজেদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। রাজ্যপাল বরং দলবাজি না করে নিজের কাজ করুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন