Durgapur Rape Case

‘ধর্ষিতা’ ডাক্তারি পড়ুয়ার সঙ্গে দেখা করতে দুর্গাপুরে জাতীয় মহিলা কমিশন, থানা ঘেরাও করে বিক্ষোভে পদ্ম-বিধায়ক

শুক্রবার রাতে এক সহপাঠীর সঙ্গে কলেজের বাইরে বেরিয়ে নির্যাতনের শিকার হন দুর্গাপুরের শোভাপুর এলাকার একটি বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া। হাসপাতালে তাঁকে দেখতে গেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৭:১৮
Share:

শনিবার নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। —নিজস্ব চিত্র।

ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল দুর্গাপুর। বর্তমানে হাসপাতালে ভর্তি নির্যাতিতা তরুণী। সেখানে তাঁকে দেখতে গেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। সূত্রের খবর, সেখানে নির্যাতিতার সঙ্গে কথাও বলেছেন তিনি।

Advertisement

শুক্রবার রাতে এক সহপাঠীর সঙ্গে কলেজের বাইরে বেরিয়ে নির্যাতিতার শিকার হন দুর্গাপুরের শোভাপুর এলাকার একটি বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া। অভিযোগ, কয়েক জন যুবক তরুণীকে টেনেহিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছেন। পরে তরুণীর সহপাঠীই তাঁকে হাসপাতালে ভর্তি করান।

পুলিশ সূত্রে খবর, সেই সহপাঠীকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বয়ানের সত্যাসত্যও যাচাই করার চেষ্টা চলছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্ত জানিয়েছেন, ঘটনাটি সংবেদনশীল। সব দিক নজরে রেখেই তদন্ত চলছে।

Advertisement

মেডিক্যাল কলেজ সূত্রে খবর, নির্যাতিতা ডাক্তারি ছাত্রী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। তাঁকে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পরেই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পথে নেমেছে বিজেপি। দুর্গাপুরের নিউটাউনশিপ থানাও ঘেরাও করেছে তারা। এর নেতৃত্বে রয়েছেন র্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।

বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, ‘‘আরজি কর হোক বা দুর্গাপুর, ডাক্তারদের ধর্ষণ করা তো প্রবণতায় পরিণত হয়েছে এ রাজ্যে। এখানে যারা ধর্ষণ করে, তারা জানে যে তাদের মাথার উপর তৃণমূল রয়েছে। এ রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই।’’

রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘‘পুলিশ সঙ্গেই তদন্ত শুরু করেছে। নির্যাতিতা ওড়িশার। তাঁর মা-বাবাও এখানে এসেছেন। তাঁরা রাজ্য সরকারের তদন্তে আস্থা রেখেছেন। বিজেপি এখানে রাজনীতি করছে। মহিলাদের উপর নির্যাতনের ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়।’’

মন্ত্রীর সংযোজন, ‘‘ওড়িশায় বিজেপির সরকার। ওখানেও এক পড়ুয়াকে হেনস্থা করা হয়েছিল। সেই পড়ুয়া পরে গায়ে আগুনও দেয়। এই ধরনের ঘটনা কাম্য নয়। প্রশ্ন তুলতে চাইলে সর্বত্রই প্রশ্ন তোলা উচিত।’’

(ধর্ষণ, শ্লীলতাহানি বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মতো ঘটনায় আদালত যত ক্ষণ না অভিযুক্তকে দোষী সাব্যস্ত করছে, তত ক্ষণ তাঁর নাম-পরিচয় প্রকাশে আইনি বাধা থাকে। আইনি বাধা রয়েছে নির্যাতিতার পরিচয় প্রকাশেও। সেই কারণে আনন্দবাজার ডট কম এই ঘটনায় মৃতা ছাত্রী এবং অভিযুক্ত ছাত্রের নাম এবং ছবি প্রকাশে বিরত থাকছে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement