ভাইপোর বিরুদ্ধে কাকাকে খুনের চেষ্টার অভিযোগ

প্রকাশ্য রাস্তায় কাকাকে ভোজালির কোপ মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে হাওড়ার আন্দুল রোডের গোয়াবেড়িয়া মোড়ে। পুলিশ জানায়, সম্পত্তির ভাগ বাঁটোয়ারা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরেই গোলমাল চলছিল। এ দিন সকালে কাকা শাকিল কুরেশি বাজার করতে গিয়েছিলেন গোয়াবেড়িয়া মোড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা‌‌

শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৫ ২০:৩৯
Share:

প্রকাশ্য রাস্তায় কাকাকে ভোজালির কোপ মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে হাওড়ার আন্দুল রোডের গোয়াবেড়িয়া মোড়ে। পুলিশ জানায়, সম্পত্তির ভাগ বাঁটোয়ারা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরেই গোলমাল চলছিল। এ দিন সকালে কাকা শাকিল কুরেশি বাজার করতে গিয়েছিলেন গোয়াবেড়িয়া মোড়ে। সেখানে শাকিলের ভাইপো আজাদ কুরেশির দোকান রয়েছে। অভিযোগ, ওই দোকানের সামনে দিয়ে যাওয়ার সময়ে আজাদ ভোজালি দিয়ে শাকিলকে এলোপাথাড়ি কোপায়। শাকিল আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, ঘটনার পরেই আজাদ পালিয়ে যায়। তার খোঁজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement