‘নেতাজি ঐক্য চাইতেন, এখন চেষ্টা দেশ ভাঙার’

এ দিন দার্জিলিংয়ের ম্যালে সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালনের উৎসবে মুখ্যমন্ত্রীর সংক্ষিপ্ত বক্তৃতার অনেকটাই জুড়ে ছিলেন নেতাজি। বার বার উল্লেখ করছিলেন কী ভাবে নেতাজির মতো দেশ নায়কেরা সাম্প্রদায়িকতা ও বিভাজনের নীতির বিরোধিতা করতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ০৪:০৭
Share:

দার্জিলিঙের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: বিশ্বরূপ বসাক

নেতাজি, গাঁধী, অম্বেডকরেরা দেশের একতার কথা বলতেন। আর এখন কোনও কোনও নেতা দেশ ভেঙে টুকরো টুকরো করার কথা বলেন। বুধবার দার্জিলিংয়ের সভায় এ ভাবেই নাম না করে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তাঁর ঘোষণা, ‘‘যারা দেশ ভাঙার চেষ্টা করবে, তাদের আটকে দেব।’’

Advertisement

এ দিন দার্জিলিংয়ের ম্যালে সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালনের উৎসবে মুখ্যমন্ত্রীর সংক্ষিপ্ত বক্তৃতার অনেকটাই জুড়ে ছিলেন নেতাজি। বার বার উল্লেখ করছিলেন কী ভাবে নেতাজির মতো দেশ নায়কেরা সাম্প্রদায়িকতা ও বিভাজনের নীতির বিরোধিতা করতেন। তিনি বলেন, ‘‘হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান— সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে নিয়ে চলাই সব চেয়ে গুরুত্বপূর্ণ। নেতাজি সেটাই বলেছিলেন। নেতাজির ডান হাত ছিলেন শাহনওয়াজ খান।’’ দার্জিলিংয়ের ম্যালে নেতাজির জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে বুধবার এ ভাবেই নিজের বক্তব্য শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, মঙ্গলবার মালদহে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বার বার ‘সুভাষবাবু’র প্রসঙ্গ উত্থাপন করেছেন। অভিযোগ করেছেন, কংগ্রেস তাঁকে প্রাপ্য সম্মান দেয়নি। শাহের মন্তব্যের মোকাবিলা করতেই এ দিন সাম্প্রদায়িকতা প্রসঙ্গে নেতাজির কথা উল্লেখ করে বিজেপিকে এক হাত নিয়েছেন মমতা। বিজেপিকে পাল্টা আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘নেতাজির জন্মদিনে কেন্দ্রীয় সরকার ছুটি দেয় না, আমরা দিই। কেন্দ্রের শাসক দল নেতাজিকে রাষ্ট্র নায়ক বলে মানে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement