West Bengal Government

পানাগড়ে সারের কারখানা, মিলল মন্ত্রিসভার অনুমোদন, চার জেলায় হবে স্বনির্ভর গোষ্ঠীর শপিং মল!

চন্দ্রিমা ভট্টাচার্য জানান, পানাগড়ের শিল্প পার্কে সারের কারখানা তৈরি হবে। কোন কোম্পানি এই সারের কারখানা তৈরি করছে, তা-ও জানান মন্ত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৯:৫৭
Share:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

কৃষিকাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল সার। এ বার রাজ্যে তৈরি হতে চলেছে সেই সারের নতুন কারখানা। পানাগড়ের শিল্প পার্কে ওই কারখানা তৈরি হবে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে কারখানা তৈরির অনুমোদন মিলল। যে সংস্থা ওখানে কারখানা তৈরি করবে, শীঘ্রই তাদের জমি দেওয়া হবে জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুধু তা-ই নয়, রাজ্যের চার জেলায় স্বনির্ভর গোষ্ঠীর শপিং মল তৈরির বিষয়ে সবুজ সঙ্কেত মিলেছে।

Advertisement

মন্ত্রিসভার বৈঠক শেষে চন্দ্রিমা বলেন, ‘‘কৃষিকাজকে উৎসাহিত করতে গেলে সারের প্রয়োজন। বর্তমানে অনেকগুলো সারের কারখানা বন্ধ হয়ে গিয়েছে। তবে এ বার রাজ্যে নতুন সারের কারখানা তৈরি হবে।’’ চন্দ্রিমা জানান, পানাগড়ের শিল্প পার্কে সারের কারখানা তৈরি হবে। কোন কোম্পানি এই সারের কারখানা তৈরি করছেন, তা-ও জানান মন্ত্রী। ‘মেসার্স এগ্রিসোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি’সারের কারখানা তৈরি করছে। মঙ্গলবার মন্ত্রিসভায় ওই কোম্পানিকে জমি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চন্দ্রিমা।

এ ছাড়াও, স্বনির্ভর গোষ্ঠীর জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবারের মন্ত্রিসভায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরি হওয়া শপিং কমপ্লেক্সে দু’টি তলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য বরাদ্দ করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। অতীতে এই ধরনের চারটি কমপ্লেক্সের ছাড়পত্র মিলেছিল। মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকে আরও চার জেলায় নতুন কমপ্লেক্স গড়ার অনুমোদন মিলল। সেই সব কমপ্লেক্সে থাকবে স্বনির্ভর গোষ্ঠীর দোকান। চন্দ্রিমা জানান, কোচবিহার, হাওড়া, উত্তর দিনাজপুর এবং বাঁকুড়ায় নতুন কমপ্লেক্স তৈরি হবে। যার দু’টি তলা থাকবে স্বনির্ভর গোষ্ঠীর জন্য। আগে জলপাইগুড়িতে দু’টি, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এই ধরনের কমপ্লেক্স তৈরির ছাড়পত্র দিয়েছিল রাজ্য সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement