Coronavirus

ভদ্রেশ্বরের দায়িত্বে এলেন নয়া আইসি 

গুজব রুখতে রবিবার পর্যন্ত চন্দননগর ও শ্রীরামপুর মহকুমার ১১টি থানা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকছে।

Advertisement
শেষ আপডেট: ১৪ মে ২০২০ ০৬:০৪
Share:

ফাইল চিত্র

তেলেনিপাড়া কাণ্ডের পর ভদ্রেশ্বরের আইসি নন্দন পাণিগ্রাহীকে সরিয়ে মেদিনীপুরের সাইবার ক্রাইম অফিসার কৌশিক বন্দ্যোপাধ্যায়কে সেই পদে আনা হল। হুগলির ওই এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমাবাজির অভিযোগে বুধবার ২৭ জন গ্রেফতার হয়েছে। গুজব রুখতে রবিবার পর্যন্ত চন্দননগর ও শ্রীরামপুর মহকুমার ১১টি থানা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকছে। এ দিন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও অর্জুন সিংহ জেলাশাসক ওয়াই রত্নাকর রাওয়ের সঙ্গে দেখা করতে যান। কিন্তু জেলাশাসক ব্যস্ত থাকায় তাঁরা দেখা পাননি। ডিএমের দফতরের সামনের রাস্তায় দু‌’ঘণ্টা অবস্থান করেন দু’জনে। জেলাশাসককে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, তেলেনিপাড়ায় কাদের ঘরবাড়ির ক্ষতি হয়েছে, তার তালিকা পাঠাতে। ক্ষতিপূরণ দেওয়া হবে। জেলায় মিথ্যা পোস্ট দেখতে নোডাল অফিসার নিয়োগের জন্য জেলাশাসকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি পরে বলেন, ‘‘রমজান মাস চলছে। কিছু রাজনৈতিক দল সংঘর্ষ করে বেড়ায়। দেখতে হবে, কেউ যেন উস্কানি দিতে না-পারে। অশান্তির নামে মিথ্যা খবর করে যাচ্ছে বিজেপির আইটি সেল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন