New Zero FIR rules

জ়িরো এফআইআরে নয়া নিয়ম

সম্প্রতি দক্ষিণবঙ্গের একটি থানা থেকে সরাসরি ভিন্‌ রাজ্যের থানায় জ়িরো এফআইআর পাঠানো হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ তা গ্রহণ না করে ফেরত পাঠিয়ে দিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ০৯:৩২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

জ়িরো এফআইআর দায়ের করে তা ভিন্‌ রাজ্যের থানায় (যার এলাকায় ঘটনা হয়েছে) সোজাসুজি পাঠানো যাবে না। ভিন্‌ রাজ্যে জ়িরো এফআইআর পাঠাতে হলে তা করতে হবে রাজ্য পুলিশির ডিজি অফিসের মাধ্যমে।

সম্প্রতি দক্ষিণবঙ্গের একটি থানা থেকে সরাসরি ভিন্‌ রাজ্যের থানায় জ়িরো এফআইআর পাঠানো হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ তা গ্রহণ না করে ফেরত পাঠিয়ে দিয়েছে। সূত্রের দাবি, তার পরেই রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, অন্য রাজ্যের কোনও থানায় জ়িরো এফআইআর পাঠাতে হলে, তা পাঠাতে হবে জেলার পুলিশ সুপার, কমিশনারেটের পুলিশ কমিশনারের মাধ্যমে ভবানী ভবনে ডিজির অফিসে। সেখান থেকে তা চলে যাবে সংশ্লিষ্ট রাজ্যের ডিজির অফিসে। তবে রাজ্যের মধ্যে জ়িরো এফআইআর হলে তা জেলার পুলিশ সুপারদের কাছে পাঠালেই হবে। উল্লেখ্য, যে থানায় এফআইআর দায়ের করা হয়, ঘটনাস্থল সেই থানার অধীনে না হলে, থানা তদন্ত না করে ঘটনাস্থল যে থানার অধীন সেখানে এফআইআর পাঠিয়ে দেয়। তাকেই পুলিশি পরিভাষায় জ়িরো এফআইআর বলা হয়।

মহিলাদের উপর চলা যৌন নির্যাতন, পকসো আইনের মতো ঘটনা থাকলে অভিযোগকারীর মেডিক্যাল পরীক্ষাও করতে হবে জ়িরো এফআইআর পাঠানোর আগে। এমনকি ভিন্‌ রাজ্যের ঘটনা হলেও প্রাথমিক তদন্ত রিপোর্ট, তথ্যপ্রমাণ (যদি কিছু বাজেয়াপ্ত হয়ে থাকে) এবং অভিযোগপত্র ৪৮ ঘণ্টার মধ্যে ডিজি অফিসে পাঠাতে হবে। পরে তা চলে যাবে ভিন্‌ রাজ্যের ডিজির কাছে। যদিও পুলিশের একাংশের মতে, এর ফলে মূল তদন্ত প্রক্রিয়া শুরু হতে দেরি হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন