নিখিল সেন
রাগ মেটাতে পরিকল্পনা করেই স্ত্রী মৌমিতা বিশ্বাসকে (২২) খুন করেছে তাঁর স্বামী নিখিল সেন।
কল্যাণীর নির্জন রাস্তায় আইন পড়ুয়া ওই ছাত্রী খুনের তদন্তে নেমে এ তথ্যই সামনে এসেছে বলে শনিবার দাবি করেছে কল্যাণী পুলিশ।
পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে নিখিল।
টানা জেরার পরে, শনিবার সকালে ভেহে পড়ে ওই যুবক। এ দিন কল্যাণী আদালত তাকে তোলা হলে, আদালত তাকে ছ’দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
খড়দহের পাতুলিয়ার মৌমিতার সঙ্গে ব্যারাকপুরের বাসিন্দা নিখিলের বিয়ে হয় বছরখানেক আগে। মাস সাতেক পরে তাদের ছাড়াছাড়িও হয়ে যায়। মৌমিতার পরিবারের অভিযোগ ছিল, নিখিল এবং তার বাড়ির লোকেদের অত্যাচারে শ্বশুরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল সে। পাল্টা নিখিলের পরিবারের দাবি, অন্য সম্পর্কের জেরেই নিখিলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়েছিল ওই ছাত্রী।
পুলিশ জানিয়েছে, জেরায় নিখিল জানিয়েছে, ছাড়াছাড়ি হলেও মৌমিতার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। মৌমিতা খুন হন সন্ধ্যায়। তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন বেলা ১১টা নাগাদ। মাঝখানের সময়ে কোথায় ছিলেন তিনি? পুলিশ জেনেছে, শ্যামনগরের এক যুবকের সঙ্গে কল্যাণীর একটি মাল্টিপ্লেক্সে দুপুরে একটি হিন্দি ছবি দেখেন তিনি। পুলিশ ওই যুবকের মোবাইল থেকে জেনেছে, আগের দিন রাতে মৌমিতাই তাঁকে হোয়াটস অ্যাপে ভয়েস মেসেজ করে সিনেমা দেখার কথা বলেন। বৃহস্পতিবার সকালেই নিখিলের সঙ্গে মৌমিতার কথা হয়েছিল সন্ধ্যায় তারা এক সঙ্গে ফিরবে। সিনেমা দেখে কল্যাণী স্টেডিয়ামের কাছে নিখিল মৌমিতাকে বাইকে তুলে নেয়। জল প্রকল্প এলাকার কাছে নির্জন রাস্তায় বাইক থামিয়ে নিখিল মৌমিতার কাছে জানতে চায়, সে তার সম্পর্কে যে কুরুচিকর কথা বলে চলেছে, তা সে ফিরিয়ে নেবে কিনা। অস্বীকার করে মৌমিতা। সঙ্গেই সঙ্গেই গুলি করে নিখিল।
কিন্তু কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল নিখিল? পুলিশ জানিয়েছে, এক পরিচিতের কাছ থেকে সেটি কিনেছিল সে। সেই পরিচিত নানা অপরাধের সঙ্গে জড়িত, বর্তমানে সে জেলে রয়েছে। আগে থেকে পরিকল্পনা করে বিকেলের পর থেকে মোবাইল বন্ধ করে রেখেছিল নিখিল। অন্য একটি নম্বর থেকে হোয়াটস অ্যাপ কলে মৌমিতার সঙ্গে যোগাযোগ রাখছিল সে। খুন করে পালানোর সময় কাঁচরাপাড়ার একটি ঝিলে আগ্নেয়াস্ত্রটি ফেলে দিয়েছে বলেও পুলিশকে জানিয়েছে সে।
তবে, পুলিশের কাছে খুনের কথা ‘স্বীকার’ করলেও এ দিন আদালতে সে জানায়, ‘‘'আমি ওকে (মৌমিতা) খুন করিনি। সময়ে সব জানতে পারবেন।’’