Nirmala Sitharaman

খারাপ আবহাওয়া, ভুটান সফর স্থগিত রেখে শিলিগুড়ি থেকে দিল্লি ফিরে গেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

ভারী বর্ষণের কারণে বৃহস্পতিবার বিকেলে বাগডোগরায় জরুরি অবতরণ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিমান। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার শিলিগুড়ির একটি হোটেলে রাত্রিবাস করেন নির্মলা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১১:৩৭
Share:

নির্মলা সীতারমণ। —ফাইল চিত্র।

খারাপ আবহাওয়ার কারণে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে জরুরি অবতরণ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বিমান। সরকারি কর্মসূচিতে দিল্লি থেকে ভুটান যাচ্ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিল অর্থ মন্ত্রকের একটি প্রতিনিধিদলও। ভারী বর্ষণের কারণে বৃহস্পতিবার বিকেলে বিমানটি বাগডোগরায় জরুরি অবতরণ করে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার শিলিগুড়ির একটি হোটেলে রাত্রিবাস করেন অর্থমন্ত্রী। শুক্রবার সকালে তাঁর ফের ভুটানের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়ার উন্নতি না-হওয়ায় দিল্লি ফিরে গিয়েছেন তিনি।

Advertisement

ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হলেও তার প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্রবারও উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে বর্ষণের লাল সতর্কতা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দুর্যোগের সম্মুখীন হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিমান। ঝুঁকি না-নিয়ে বিমানটিকে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করান পাইলট।

চার দিনের সফরে শুক্রবার ভুটান পৌঁছোনোর কথা ছিল নির্মলার। এই সফরে ভারতের অর্থসাহায্যে চালু হওয়া কিংবা কাজ চলা প্রকল্পগুলি খতিয়ে দেখার কথা ছিল তাঁর। এই প্রকল্পগুলির মধ্যে কয়েকটি বিদ্যুৎপ্রকল্পও রয়েছে। তা ছাড়াও ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক এবং সে দেশের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে বৈঠক করার কথা ছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আলাদা করে বৈঠক হওয়ার কথা ছিল ভুটানের অর্থমন্ত্রীর সঙ্গেও। পরিবর্তিত পরিস্থিতিতে নির্মলা ফের কবে ভুটান যাবেন, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement