জলপথে হলদিয়া থেকে বেলুড়, ভাবনা কেন্দ্রের

শুধু কলকাতা নয়। দেশের যে কোনও প্রান্ত থেকে স্থলপথের মতো জলপথেও যাতে সহজে বেলুড় মঠে পৌঁছনো যায়, তা নিয়ে একটি প্রকল্প তৈরির ইচ্ছা প্রকাশ করলেন কেন্দ্রীয় ভূতল পরিবহণ ও জাহাজ মন্ত্রী নিতিন গডকড়ী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০১৫ ০৪:৪৮
Share:

বেলুড় মঠে নিতিন গডকড়ী। বুধবার। —নিজস্ব চিত্র।

শুধু কলকাতা নয়। দেশের যে কোনও প্রান্ত থেকে স্থলপথের মতো জলপথেও যাতে সহজে বেলুড় মঠে পৌঁছনো যায়, তা নিয়ে একটি প্রকল্প তৈরির ইচ্ছা প্রকাশ করলেন কেন্দ্রীয় ভূতল পরিবহণ ও জাহাজ মন্ত্রী নিতিন গডকড়ী। বুধবার বেলুড় মঠে এসে রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় এমন ইচ্ছা প্রকাশ করেন তিনি।

Advertisement

বছর দুই আগেই জলপথে ‘রামকৃষ্ণ-সারদা-বিবেকানন্দ ট্যুরিস্ট সার্কিট’ চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে কলকাতা থেকে হাওড়া, বাগবাজার, বেলুড় মঠ হয়ে দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ পর্যন্ত লঞ্চ পরিষেবা চালু হয়েছে। এ দিন ওই প্রকল্পের প্রশংসা করেন কেন্দ্রীয় মন্ত্রী। বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনের তরফে গডকড়ীকে স্বাগত জানান স্বামী শুভকরানন্দ ও স্বামী সেবাব্রতানন্দ। সারদাদেবীর ঘাটে দাঁড়িয়েই কলকাতা বন্দর কর্তৃপক্ষের কাছে মন্ত্রী জানতে চান হলদিয়া কোন দিকে। এর পরেই তিনি এখন কোথা থেকে জলপথে বেলুড় মঠে পৌঁছনো যায়, তা নিয়ে খোঁজ নেন। পরে মন্ত্রী জানান, হলদিয়া থেকে সহজে বেলুড় মঠে আসার জন্য একটি প্রকল্পের ভাবনা রয়েছে।

রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সম্পাদক স্বামী সুবীরানন্দ বলেন, ‘‘জলপথে কী ভাবে বেলুড় মঠে সহজে যাতায়াত করা যায়, সে বিষয়ে মন্ত্রী আমাদের সঙ্গে আলোচনা করেছেন।’’ এ দিন বিভিন্ন মন্দির দর্শনের পাশাপাশি স্বামীজির ঘরে ১৫ মিনিট ধ্যানও করেন কেন্দ্রীয় মন্ত্রী।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন