স্বস্তিতে নারদ কর্তা

জনস্বার্থ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নারদ-কর্তা ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেবে না রাজ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ০৩:২৫
Share:

ম্যাথু স্যামুয়েল

জনস্বার্থ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নারদ-কর্তা ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেবে না রাজ্য। শুক্রবার নারদ স্টিং অপারেশন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানিতে এ কথা জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) জয়ন্ত মিত্র। এ দিন হাইকোর্টের ভারপ্রা নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে ম্যাথুর আইনজীবী অরুণাভ ঘোষ জানান, ম্যাথুর বিরুদ্ধে নিউ মার্কেট থানায় কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী অভিযোগ জানিয়েছেন। তার ভিত্তিতে কলকাতা পুলিশ ম্যাথুকে একাধিক বার তলব করেছে। কিন্তু নির্দিষ্ট কী অভিযোগ করা হয়েছে, তা জানাচ্ছে না। অরুণাভবাবুর প্রশ্ন, হাইকোর্টে মামলা চলছে জেনেও পুলিশ ম্যাথুকে কী ভাবে তলব করতে পারে? তিনি জানান, স্টিং অপারেশন সংক্রান্ত যাবতীয় যন্ত্রপাতি, ভিডিও ফুটেজ আদালতে জমা পড়েছে। চাইলে পুলিশ সেই ফুটেজ দেখার আবেদন করতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন