Business

মানুষ, পণ্য চলাচলে বাধা নয়, চিঠি কেন্দ্রের

এ রাজ্যের ক্ষেত্রে এক জেলা থেকে অন্য জেলায় যেতে গেলে কাগজে-কলমে কোনও বাধা নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২০ ০৫:৪০
Share:

ছবি: সংগৃহীত।

আন্তঃরাজ্য এবং রাজ্যের মধ্যে মানুষ ও পণ্য চলাচলে যাতে বাধা সৃষ্টি না-করা হয় সে ব্যাপারে পশ্চিমবঙ্গ-সহ সব রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। একই ভাবে যে সব দেশের সঙ্গে বৈদেশিক বাণিজ্যের চুক্তি রয়েছে সেখানেও কেন্দ্রের নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিনা বাধায় এই চলাচলের ক্ষেত্রে কোনও অনুমতিপত্র বা পারমিট প্রয়োজন নেই। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক জেনেছে, কিছু জেলা ও রাজ্য বিনা বাধায় চলাচল করতে দিচ্ছে না।

Advertisement

এ রাজ্যের ক্ষেত্রে এক জেলা থেকে অন্য জেলায় যেতে গেলে কাগজে-কলমে কোনও বাধা নেই। তবে যেহেতু পশ্চিমবঙ্গ বাংলাদেশ, ভুটান এবং নেপাল সীমান্তে অবস্থিত এবং বৈদেশিক বাণিজ্য ও কূটনীতির ক্ষেত্রে তিনটি দেশই ভারতের কাছে বর্তমানে খুব গুরুত্বপূর্ণ, তাই ওই দেশগুলি থেকে সড়কপথে আন্তঃসীমান্ত বাণিজ্যিক চলাচল নিয়ে কোনও অভিযোগ দিল্লিতে পৌঁছেছে কিনা, তা নিয়েও জল্পনা রয়েছে।

প্রসঙ্গত, কোভিডে অতি-আক্রান্ত এমন রাজ্যগুলি থেকে যাতায়াত নিয়ে পশ্চিমবঙ্গের আপত্তি রয়েছে। তাই দূরপাল্লার বিশেষ ট্রেন ছাড়া চলছে না। এমনকি, পশ্চিমবঙ্গের আর্জি মেনে দিল্লি, মুম্বইয়ের মতো শহর থেকে বিমান চলাচলও বন্ধ রেখেছে কেন্দ্র। যদিও অনেকেই হায়দরাবাদ, বেঙ্গালুরু হয়ে ঘুরপথে শহরে আসছেন। সে ক্ষেত্রে কোনও কড়া পদক্ষেপ নেয়নি কেন্দ্র। তবে বাণিজ্যিক চলাচল নিয়ে অজয় ভাল্লা যে চিঠি দিয়েছেন তাতে সুর চড়াই শুনিয়েছে। তবে সে ক্ষেত্রে সব কটি রাজ্যকেই তিনি একই সুরে বলেছেন। এ-ও লিখেছেন, বিনা বাধায় চলাচল নিয়ে কেন্দ্র ছাড় দিয়েছেন। সে ক্ষেত্রে কোনও রাজ্য যদি বাধা আরোপ করে সেটি বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী কেন্দ্রকে অমান্য করা হবে। এই চিঠি নিয়ে নবান্নের তরফে সরকারি প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন