Baul

কেউ খোঁজ রাখেনি, খেদ শান্তিনিকেতনের বাউলশিল্পীর

রবিবার দুপুরে শান্তিনিকেতনের শ্যামবাটিতে এই বাউলশিল্পীর বাড়িতেই পরিপাটি করে মধ্যাহ্নভোজন সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর: শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ০৫:৪১
Share:

—ফাইল চিত্র

তিনি এলেন, খেলেন এবং চলে গেলেন। কিন্তু, অমিত শাহকে নিজের মনের কথা জানানো হয়নি বাসুদেব দাস বাউলের। বা বলা ভাল, জানানোর সুযোগই পাননি!

Advertisement

রবিবার দুপুরে শান্তিনিকেতনের শ্যামবাটিতে এই বাউলশিল্পীর বাড়িতেই পরিপাটি করে মধ্যাহ্নভোজন সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই সময় পর্যন্ত তাঁর বাড়ি ছিল তাবড় বিজেপি নেতা এবং সংবাদমাধ্যমের নজরে। শাহ চলে যাওয়ার পরে পরিবারের আর কেউ খোঁজ রাখেনি বলে আক্ষেপ বাসুদেব বাউলের। শুধু তাই নয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাছে পেয়ে অভাব অনটনের কথা বলবেন ভেবেছিলেন। কিন্তু, তাঁকে তা বলতে দেওয়া হয়নি বলেও তাঁর অভিযোগ।

মঙ্গলবার সন্ধ্যায় সেই বাসুদেব বাউলের দেখা মিলল বোলপুরে, তৃণমূল কার্যালয়ে। নিজের ছেলে ও মেয়েকে পাশে নিয়ে বাসুদেব জানান, দিন কয়েক আগে বিজেপির কয়েক জন নেতা তাঁর বাড়িতে এসে জানতে চান, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বাড়িতে খেলে আপত্তি আছে কি না। বাসুদেব এক কথায় রাজি হয়ে যান। বাসুদেব বলেন, ‘‘ভেবেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীকে আমার মেয়ের কথা বলব। কষ্ট করে গান করে ভিক্ষা করে আমি তাকে পড়িয়েছি। এমএ পাশ করে সে বসে আছে, টাকার অভাবে তাকে বিএড করাতে পারিনি। সমস্ত অভাব অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলার খুব ইচ্ছা ছিল। কিন্তু উনি এলেন, খেলেন, চলে গেলেন। তাঁর সঙ্গে কথা বলার সুযোগই দেওয়া হল না!’’

Advertisement

অমিত শাহকে আপ্যায়নের জন্য দল তাঁকে সাহায্য করেছি কি না, জানতে চাইলে বাসুদেব দাবি করেন, ‘‘আমাকে বিজেপি কোনও ভাবে সাহায্য করেনি। নিজের টাকায় বাজার করেছি। ওরা শুধু মিষ্টি দিয়েছিল।’’ তৃণমূল কার্যালয়ে কেন এলেন? উত্তরে ওই বাউল শিল্পী বলেন, ‘‘আমি কেষ্টদাদার (বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল) কাছে এসেছি, যাতে আমার মেয়ের উচ্চশিক্ষার একটা হিল্লে হয়।’’ পাশ থেকে অনুব্রত বলেন, ‘‘আমি তৃণমূল শিক্ষা সেলকে বলেছি, ওঁর মেয়ের পড়ার ব্যবস্থা করে দিতে।’’ তাঁর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী বাসুদেবের বাড়িতে ওই শিল্পীর কোনও কথা শোনেননি। অনুব্রতের কটাক্ষ, ‘‘উনি অভিনয় করতে এবং প্রচার সারতে এসেছিলেন।’’

বিজেপির জেলা সভাপতি শ্যামপদ মণ্ডলের বক্তব্য, ‘‘সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। সোমবারও ওই বাউল শিল্পীর সঙ্গে কথা বলেছি। তখনও পর্যন্ত তাঁর বিজেপির প্রতি কোনও ক্ষোভ ছিল না, আজ হঠাৎ কী এমন হল যে ক্ষোভ তৈরি হল? কোনও কথাই বাউলের কথা নয়, তৃণমূল চাপ তৈরি করে এ সব বলাচ্ছে।’’

বোলপুরে অমিত শাহের পাল্টা রোড শো ২৯ তারিখ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাসুদেব এ দিন বলেন, ‘‘দিদি আমায় নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন তাঁর রোড শো-এ আসার জন্য। আমি সেদিন অবশ্যই থাকব। আমি কোনও দলের সঙ্গে যুক্ত নই। এক জন বাউল সবাইকে আপন করে নেয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন