মন্ত্রীর পাড়ায় চুরি, ধৃত ২

শহরের কলেজপাড়ায় পর্যটন মন্ত্রী গৌতম দেবের পাশের বাড়িতে চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুই মহিলাকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৬ ০১:৩৭
Share:

শহরের কলেজপাড়ায় পর্যটন মন্ত্রী গৌতম দেবের পাশের বাড়িতে চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুই মহিলাকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

শুক্রবার দুপুরে শিলিগুড়ি থানার পুলিশ ঝংকার মোড় লাগোয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নাগমা বেগম ও রেখা পাণ্ডে। নাগমার বাড়ি বর্ধমান রোড লাগোয়া আদর্শ নগরে। রেখার বাড়ি হেমন্ত বসু কলোনিতে। ধৃতদের হেফাজত থেকে চুরি যাওয়া বাসনপত্র, জামাকাপড় ও কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছে। দুই তরুণীই শহরের বিভিন্ন এলাকায় কাগজকুড়ানির কাজ করে। ওই বাড়ি থেকে বার হওয়ার সময় তাদের পাড়ার লোকজন দেখেছিল। সেই সূত্র ধরেই তাদের ধরা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

তদন্তের পর শিলিগুড়ি থানার অফিসারেরা জানিয়েছেন, ওই এলাকায় কুড়ানিদের কয়েকটি দল রয়েছে। এই দলগুলির কয়েকজন শহরে আগে কয়েকটি চুরির ঘটনায় জড়িত ছিল। বছর দেড়েক আগে হিলকার্ট রোডের একটি বড় জামাকাপড়ের শোরুমের পিছনের অংশ ভেঙে ঢুকে লক্ষাধিক টাকার জামাকাপড় চুরি করে দুষ্কৃতীরা। সেই সময় কয়েকজন কুড়ানিকে ধরা হয়েছিল। তাদের ছবি পুলিশের কাছে রয়েছে। ওই ছবিগুলি থেকেই ধৃতদের পুলিশের দাবি, গত বৃহস্পতিবার সকালে মন্ত্রীর পাশের বাড়ির পিছনের দরজা ভেঙে দলটি ভিতরে ঢুকে লুঠপাট চালায়। দেওয়াল টপকে পালানোর সময় দলটিকে দেখে ফেলেন কয়েকজন বাসিন্দা। দুটি বস্তা বোঝাই বাসনপত্র, প্রসাধন সামগ্রী-সহ নানা জিনিসপত্র উদ্ধার হয়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। বাড়ির কর্তা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার জন্য পরিবারের সকলে দিল্লিতে আছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন