বিএমওএইচকে মারে গ্রেফতার তিন জন

ইংরেজবাজারের মিল্কিতে ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিককে মারধরের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ধৃতদের পেশ করা হয় মালদহ জেলা আদালতে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল ফয়িজউদ্দিন শেখ, বারেক শেখ এবং ভুটু মির্জা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৫ ০১:৫৮
Share:

ইংরেজবাজারের মিল্কিতে ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিককে মারধরের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ধৃতদের পেশ করা হয় মালদহ জেলা আদালতে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল ফয়িজউদ্দিন শেখ, বারেক শেখ এবং ভুটু মির্জা। তাঁদের প্রত্যেকের বাড়ি মানিকচকের চৌকি মিরজাঁদপুরের ধরমপুর গ্রামে। পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, তদন্ত চলছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক জামিনের নির্দেশ দেন।

Advertisement

প্রসঙ্গত, শনিবার সকাল সাতটা নাগাদ মানিকচকের ধরমপুরের বাসিন্দা সামসুল শেখকে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে পরিবারের লোকেরা ভর্তি করেন ইংরেজবাজারের মিল্কি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ভর্তি করার ঘণ্টা খানেক বাদে তাঁর শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। রোগীর আত্মীয়দের অভিযোগ, অনেক বার ডাকা হলেও চিকিৎসকেরা না গিয়ে প্রাইভেটে রোগী দেখতে ব্যস্ত ছিলেন। এর পরে বিএমওএইচ গৌরাঙ্গ বিশ্বাস রোগীকে মৃত ঘোষণা করতেই গৌরাঙ্গবাবুকে হাসপাতাল থেকে টানতে টানতে বাইরে বের করে নিয়ে এসে কার্যত গণধোলাই দেওয়া হয় বলে অভিযোগ। এ দিনও তিনি সিসিইউতে ভর্তি রয়েছেন। হাসপাতালের চিকিৎসক কেবি ঠাকুরের অভিযোগে গ্রেফতার করে।

রোগীর আত্মীয় পরিজনদের পুলিশ গ্রেফতার করায় ক্ষুব্ধ গ্রামবাসী। মৃতের ছেলে নুর ইসলাম শেখের দাবি, পুলিশ পক্ষপাতিত্ব করছে। চিকিৎসকদের প্রাইভেটে প্র্যাকটিস নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দিলিপ কুমার মণ্ডল বলেন, ‘‘পদক্ষেপ করা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement