বোমা বাঁধতে গিয়ে মৃত তৃণমূলের পঞ্চায়েত সদস্য-সহ ৪

বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল চার জনের। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম কালাম শেখ, শিমু শেখ, সুকু শেখ এবং ইসরায়েল শেখ। এঁদের মধ্যে কালাম স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। আহত দু’জনের নাম আলম শেখ ও সাদ্দাম শেখ। সোমবার মালদহ জেলার বৈষ্ণবনগরের কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের জৈনপুর এলাকার ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ০২ মে ২০১৬ ১৬:৩৯
Share:

বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল চার জনের। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম কালাম শেখ, শিমু শেখ, সুকু শেখ এবং ইসরায়েল শেখ। এঁদের মধ্যে কালাম স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। আহত দু’জনের নাম আলম শেখ ও সাদ্দাম শেখ। সোমবার মালদহ জেলার বৈষ্ণবনগরের কুম্ভিরা গ্রাম পঞ্চায়েতের জৈনপুর এলাকার ঘটনা। এঁরা প্রত্যেকেই জৈনপুর এলাকার বাসিন্দা। পাশাপাশি, ঘটনাস্থল থেকে উদ্ধার বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আহত হয়েছেন বম্ব স্কোয়াডের তিন সদস্য। ঘটনার পরই এলাকায় যৌথ অভিযান চালায় সিআইডি এবং পুলিশ। বেশ কয়েকটি বোমা উদ্ধারও করা হয়। এর পর তা নিষ্ক্রিয় করতেই ঘটে বিপত্তি।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার ঘেঁষু শেখ নামের এক স্থানীয়ের বাড়িতে বোমা বাঁধছিলেন এই চার জন। এই সময় বিস্ফোরণের প্রবল শব্দ শোনা যায়। এলাকার বাসিন্দারা এসে চার জনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রাতে আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তাঁদের কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে সেখানে মৃত্যু হয় চার জনের। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

জেলার পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রেজ্জাক জানিয়েছেন, “প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণে মৃত্যু হয়েছে। তবে কী কারণে তারা এই কাজ করছিল তা খতিয়ে দেখা হচ্ছে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন