উত্ত্যক্ত করায় আত্মঘাতী কিশোরী

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থক এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে গায়ে আগুন দিয়ে ওই ছাত্রীটি আত্মঘাতী হয়েছে বলে দাবি ওই কিশোরীর পরিবারের। ঘটনাটি মালদহ জেলার মোথাবাড়ি ফাঁড়ি এলাকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০২:৪৭
Share:

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থক এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে গায়ে আগুন দিয়ে ওই ছাত্রীটি আত্মঘাতী হয়েছে বলে দাবি ওই কিশোরীর পরিবারের। ঘটনাটি মালদহ জেলার মোথাবাড়ি ফাঁড়ি এলাকার।

Advertisement

পুলিশ জানিয়েছে, ছাত্রীটি মোথাবাড়ি হাইস্কুলের নবম শ্রেণির পড়ুয়া। তার বাবা গ্রামে তেলেভাজার দোকান করেন। তিনি বলেন, ‘‘আমার মেয়েকে স্থানীয় এক যুবক দিনের পর দিন উত্ত্যক্ত করছিল। ভয়ে আমার মেয়ে স্কুল যাওয়া বন্ধ করে দেয়। গৃহশিক্ষকের কাছেও পড়তে যেত না। আমরা তাকে জিজ্ঞাসা করলে পুরো ঘটনাটি জানায়। আমরা লোকলজ্জার ভয়ে থানায় অভিযোগ করিনি। এদিন আমার মেয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যা করে। আমরা অভিযুক্তের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করব।’’ এই বিষয়ে মালদহের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এখনও কোন অভিযোগ জমা পড়েনি। তবে এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’’

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী পড়াশোনায় ভাল ছিল। অভিযোগ মাস দু’য়েক ধরে ওই গ্রামপঞ্চায়েতের বৈষ্ণবপাড়া গ্রামের এক যুবক তাকে প্রেমের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি হয়নি ওই কিশোরী।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত একটি বেসরকারি মোবাইল সংস্থার সিম কার্ড বিক্রি করে। তিনি এলাকায় তৃণমূল সমর্থক বলে পরিচিত। ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ।

পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্য সিপিএমের মিরা রজক বলেন, ‘‘গ্রামবাসীদের কাছ থেকে জানতে পেরেছে ওই ছাত্রীটিকে একটি ছেলে উত্ত্যক্ত করত। ফলে সে আত্মহত্যা করেছে। ছাত্রীটির পরিবার আমার কাছে সহয়তার জন্য এলে আমি সাহায্য করব।’’ মৃতার দাদা বলেন, ‘‘দিনের পর দিন আমার বোনকে উত্ত্যক্ত করত ওই যুবক। আমার বোন রাজি না হওয়ায় তাকে হুমকি দেওয়া হত। আমার বোন মানসিক অবসাদে ভুগছিল। তাই এদিন গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যা করেছে। আমরা থানায় অভিযোগ করতে পারিনি। শীঘ্রই অভিযোগ করব।’’

এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা মহাদেব দাসের দাবি, ‘‘ওই যুবক ও ওই ছাত্রীটির মধ্যে একটা সুসম্পর্ক ছিল। সেই সম্পর্ক মেনে নিতে পারেনি পরিবারের লোকেরা। কী কারণে মেয়েটি আত্মহত্যা করল, তা আমি বলতে পারব না। পুলিশ তদন্ত করলে পুরো ঘটনাটি সামনে আসবে।’’ অভিযুক্তর দাদাও বলেন, ‘‘দুই জনের মধ্যে সম্পর্ক ছিল। বাড়ির লোকরা মেয়েটিকে অত্যাচার করত। এখন আমার ভাই-এর নামে মিথ্যে অভিযোগ করছেন। আমার ভাই এর কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement