Rhinoceros

Rhinoceros: নদীতে মুখ ডুবিয়ে জল পান গন্ডারের, সেই দৃশ্য বন্দি হল পর্যটকের মোবাইলে

গরুমারা জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া মূর্তি নদীতে ধীরে ধীরে নেমে আসছে একটি একশৃঙ্গ গন্ডার।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ১৯:০৫
Share:
Advertisement

মূর্তি নদীতে মুখ ডুবিয়ে দীর্ঘ ক্ষণ ধরে জল পান করছে গন্ডার। সেই দৃশ্য বন্দি হল পর্যটকের মোবাইলে। গরুমারা অভয়ারণ্যের এমনই এক ভিডিয়ো এখন ভাইরাল।
গরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারির সময় তোলা হয়েছে ওই ভিডিয়োটি। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, গরুমারা জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া মূর্তি নদীতে ধীরে ধীরে নেমে আসছে একটি একশৃঙ্গ গন্ডার। প্রায় দেড় মিনিট ধরে জল পান করতে দেখা গিয়েছে ওই গন্ডারটিকে। এর পর গন্ডারটি নদী পেরিয়ে ঢুকে যায় গভীর জঙ্গলে। তাও ধরা পড়েছে ওই ভিডিয়োয়।

সম্প্রতি জলপাইগুড়ি শহরের দেশবন্ধুপাড়ার বাসিন্দা বিকাশ রায় তিনি সপরিবারে গিয়েছিলেন গরুমারা অভয়ারণ্যে। অভয়ারণ্যের যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার থেকে গন্ডারের জলপানের দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করেন তিনি। প্রায় কুড়ি মাস পর জঙ্গল সাফারি শুরু হয়েছে অভয়ারণ্যে। এ বার পর্যটকদের ঢল নেমেছে ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement