Abhishek Banerjee

Abhishek Banerjee: জিতেও ‘পালান’ নিশীথ, বিঁধলেন অভিষেক

এ দিন অভিষেক অভিযোগ করেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Advertisement

নমিতেশ ঘোষ , সুমন মণ্ডল 

কোচবিহার শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ০৯:৩৯
Share:

প্রার্থীর পাশে। ছবি: সুমন মণ্ডল

কালীপুজোর সময়ে যেমন শ্যামাপোকা দেখা যায়, তেমনই ভোটের সময়ে দেখা যায় বিজেপিকে। সোমবার দিনহাটা সংহতি ময়দানে উপনির্বাচনের প্রচার সভায় এ ভাবেই বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও কটাক্ষ করেন তিনি। অভিষেক বলেন, “দিনহাটায় উপনির্বাচন হচ্ছে কেন? কেউ সাংসদ থেকে মন্ত্রী হবেন বলে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মানুষের আবেগ ও ভালবাসা প্রত্যাখ্যান করেছেন। মানুষের রায় প্রত্যাখ্যান করেছেন।” তাঁর প্রশ্ন, “তা হলে দিনহাটায় দাঁড়ালেন কেন? ভেবেছিলেন বিজেপি ক্ষমতায় আসবে। জিতে মন্ত্রী হবেন। এখানে হয়নি তাই কনসোলেশন প্রাইজ কেন্দ্র দিয়েছে। বাংলা থেকে মন্ত্রী হলে তো ভাল। তবে কী কাজ হয়েছে বাংলার জন্য?” তিনি বলেন, “কালীপুজোর সময় এক ধরনের পোকা পাওয়া যায়, শ্যামাপোকা। কালীপুজো পার হলেই আর দেখতে পাবেন না। বিজেপি হচ্ছে শ্যামাপোকা। নির্বাচনের সময় আসে। এদের কেন ভোট
দেবেন?”

Advertisement

এ দিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ বলেন, “যিনি একটি আঙুল আমার দিকে তুললেন, তাঁর দিকে চারটি আঙুল রয়েছে। ভবানীপুর থেকে তো তৃণমূল প্রার্থী পঞ্চাশ হাজারের বেশি ভোটে জিতেছিলেন। সেখানে উপনির্বাচন হল কেন? তা মানুষের সঙ্গে প্রতারণা নয়?” বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মুখ্যমন্ত্রী হয়েছেন, তেমনই প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ থেকে রাজবংশী সম্প্রদায়ের একজনকে মন্ত্রিসভায় সুযোগ দিয়েছেন। উত্তরবঙ্গের মানুষ তৃণমূলকে আগেই প্রত্যাখান করেছে।” নাম না করে নিশীথকে কটাক্ষ করে অভিষেকের দাবি, তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিন দিল্লিতে থাকেন বিজেপি নেতা। এলাকার মানুষ তাঁকে
পায় না।

এ দিন অভিষেক অভিযোগ করেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেন, “ভোটের আগে বলেছিলেন নারায়ণী সেনা করব। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে বলেছিলেন নারায়ণী ব্যাটালিয়ন করব। সেই ব্যাটালিয়নের হেড কোয়ার্টারের কাজ মেখলিগঞ্জে শুরু হয়েছে। কিন্তু নারায়ণী সেনার টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না।” উদয়ন গুহর উপরে হামলা নিয়েও অভিষেকের দাবি, তিনি যাতে নির্বাচনে লড়তে না পারেন, তাই হামলা হয়েছে। অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প পাবেন না। এই নির্বাচন শুধু কোচবিহার বা দিনহাটার নির্বাচন নয়। অনুরোধ করবো এমন ভাবে ভোট দেবেন, প্রার্থী উদয়ন গুহ নয়, দিনহাটার প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে
হবে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন