অবশেষে ছাড়ল পদাতিক

বুধবার শিয়ালদহ থেকে দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছেড়েছে। আর বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেস ছেড়েছে।

Advertisement

অনির্বাণ রায়

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭ ০২:৩২
Share:

যাত্রা: এনজেপি থেকে ছাড়ছে পদাতিক। —নিজস্ব চিত্র।

পুজোর দিনগুলিতে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক থাকবে কি না তা মালুম হবে তৃতীয়াতেই। তবে বুধবার উত্তর ও দক্ষিণ মিলিয়ে দার্জিলিং মেল, পদাতিক-সহ ৬ জোড়া ট্রেনের চলাচল শুরু হয়েছে।

Advertisement

বুধবার শিয়ালদহ থেকে দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছেড়েছে। আর বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেস ছেড়েছে। সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ছেড়েছে নয়াদিল্লি স্টেশন থেকে। আজ বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং মেল ছাড়বে। শুক্রবার থেকে আরও কয়েকটি ট্রেনের চলাচল শুরু হবে বলে জানা গিয়েছে।

এ দিনে এনজেপিতে পদাতিকে ভিড় থাকলেও ঠাসাঠাসি ছিল না। শিলিগুড়ির বাসিন্দা তপন পালচৌধুরী বললেন, ‘‘আজকে যে ট্রেন চলবে তাও অনেকে বিশ্বাস করেনি। তাই কনফার্ম টিকিটওও বাতিল করেছেন অনেকে।’’

Advertisement

পাঁচ সপ্তাহ পরে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার আশা করেছেন যাত্রীরা। একই আশায় রয়েছেন নিউ জলপাইগুড়ি স্টেশনের হকার-ব্যবসায়ী থেকে গাড়ি চালকেরাও। বুধবার রাচে হাওয়া বালিশ, চেন-তালা, টর্চ, বাহারি ব্যাগের পসরা নিয়ে স্টেশনে বসেছিলেন উদয় সিংহ। মাসখানেক পরে। পদাতিক এক্সপ্রেস ছাড়ার পরে বললেন, ‘‘এতদিনের সুনসান থাকা প্ল্যাটফর্মে কিছুটা হলেও ভিড় হল। বিক্রিও হল।’’
শুক্রবার ফের রেল সেতুর সমীক্ষা হবে। শনিবার তথা তৃতীয়ার দিন জানানো হবে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement