Jalpaiguri

জলপাইগুড়ি‌তে জাতীয় লোক আদালত

করোনা পরিস্থিতির পর এই প্রথম লোক আদালত বসেছে জেলায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ২২:২৯
Share:

জাতীয় লোক আদালতে শুনানি চলছে। —নিজস্ব চিত্র।

জমে থাকা প্রায় ৩ হাজার মামলা নিয়ে জাতীয় লোক আদালত বসল জলপাইগুড়ি‌তে। আলিপুরদুয়ার, মালবাজার ও জলপাইগুড়ির বেশ কয়েকটি মামলার শুনানি হয় শনিবার।

Advertisement

করোনা পরিস্থিতির পর এই প্রথম লোক আদালত বসেছে জেলায়। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে শনিবার জেলা আদালত চত্বরে এই লোক আদালতে‌র আয়োজন করা হয়। জমে থাকা প্রায় ৩ হাজার মামলার মধ্যে ১ হাজার ৯১৬টি মামলা রয়েছে ব্যাঙ্ক ঋণের অর্থ আদায় সংক্রান্ত মামলা। এ ছাড়া ফৌজদারি-সহ অন্যান্য মামলা ছিল ১ হাজার ৯৩টি।

ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সম্পাদক বসন্ত শর্মা বলেন, ‘‘জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও মালবাজার এলাকার এই মামলাগুলো নিয়ে এ দিন প্রচুর মানুষ এসেছিলেন।’’ জলপাইগুড়ি‌র ৩টি বেঞ্চ, মালবাজারের ১টি বেঞ্চ ও আলিপুরদুয়ারের ৫টি বেঞ্চের মামলার শুনানি হয়েছে বলে জানান তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন